You are currently viewing মঙ্গলকাব্যের ইতিহাস | সাহিত্যের ইতিহাস | মধ্যযুগ | সংক্ষিপ্ত উত্তরধর্মী (SAQ) প্রশ্ন /২০ নম্বরের পরীক্ষা | উত্তরপত্র সহ

মঙ্গলকাব্যের ইতিহাস | সাহিত্যের ইতিহাস | মধ্যযুগ | সংক্ষিপ্ত উত্তরধর্মী (SAQ) প্রশ্ন /২০ নম্বরের পরীক্ষা | উত্তরপত্র সহ

মঙ্গলকাব্যের ইতিহাস ,সাহিত্যের ইতিহাস,মধ্যযুগ | সংক্ষিপ্ত উত্তরধর্মী (SAQ) প্রশ্ন, ২০ নম্বরের পরীক্ষা ,উত্তরপত্র সহ, মঙ্গলকাব্যের, গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন ও উত্তর্‌ মধ্যযুগ, বাংলা সাহিত্যের ইতিহাস , মনসা নামের উতপত্তি, মধ্যযুগে মঙ্গলকাব্যধারা সৃষ্টির পেছনে প্রধান কারণ গুলি, মঙ্গলকাব্যের প্রধান বৈশিষ্ট্য, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত, ধর্মমঙ্গল কাব্যকে কেন “রাঢ়ের জাতীয় মহাকাব্য”, ধর্মমঙ্গলকে কী রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা যায়, ক্ষেমানন্দের, মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দরাম, ঘনরাম চক্রবর্তী, ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ,

এসো , তাহলে শুরু করি বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস এর SAQ প্র্যাকটিস

পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর।

সময়ঃ ৩৫ মিনিট অনধিক ৩৫ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।

প্রশ্নপত্র

প্রশ্ন ১। মঙ্গলকাব্যের এই ‘মঙ্গল’ কথাটির অর্থ কী ? মঙ্গলকাব্যের ‘মঙ্গল’ নামের কী কী কারণ অনুমান করা হয় ? ১/২ + ১-১/২=২

২। মধ্যযুগে মঙ্গলকাব্যধারা সৃষ্টির পেছনে প্রধান কারণগুলি কী কী ?

৩। ধর্মমঙ্গল কাব্যকে কে, কেন “রাঢ়ের জাতীয় মহাকাব্য” বলেছেন ?

৪। মধ্যযুগের কোন কবি সম্পর্কে বলা হয় আধুনিক যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন ? কে , কেন এ কথা বলেছেন ?

৫। মনসামঙ্গল ধারার প্রধান তিনটি উপধারার নাম ও দুজন করে কবি নাম কাব্যের নামসহ লিখুন। ২

৬। ” ঋতুু শশী বেদশশী শক পরিমিত।/সুলতান হসেন সাহা নৃপতি তিলক।।” — ভণিতাটি কার ? এর থেকে তাঁর রচনাকাল কত খ্রিস্টাব্দ পাওয়া যায় ? ১+১=২

৭। নারায়ন দেব কোন ধারার কবি ? তাঁর সংক্ষিপ্ত পরিচয় দিন। ১+১=২

৮। চরিত্রগুলি মধ্যযুগের কোন কোন কাব্যে পাওয়া যায় লিখুন :- অনিরুদ্ধ, ছায়া, রঞ্জাবতী, কালু ডোম। ২
৯। ক্ষেমানন্দের কাব্যে অগ্রজ কোন্ কবির প্রভাব আছে ? কত খ্রিস্টাব্দে কোথা থেকে তাঁর কাব্যটি প্রথম মুদ্রিত হয় ? ১+১=২

১০। ধর্মমঙ্গলের আদি কবি কে ? তার নাম কোথায় কীভাবে জানা যায় ? ১+১=২

XXXXXXXXXXXXXXXXXXX

উত্তরপত্রের জন্য এখানে ক্লিক করো 👇

এই পেজেই সমস্ত উত্তর পেয়ে যাবে । ২ নম্বরের আদর্শ উত্তরের নমুনা দেওয়া হল।

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

Leave a Reply