প্রশ্নোত্তরে সাময়িক পত্র, ২০ নম্বরের পরীক্ষা দাও। উত্তরপত্র মিলিয়ে শিখে নাও
বিষয়ঃ সাময়িক পত্র
২০ নম্বরের পরীক্ষা
প্রশ্নপত্র (২x১০ = ২০)
১। বাংলা সাহিত্যে সম্বাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব আলোচনা করুন।
২। পত্রিকাগুলির প্রথম প্রকাশকাল সহ সম্পাদকের নাম লিখুনঃ বঙ্গদূত, সোমপ্রকাশ, সাহিত্য, ভারতবর্ষ ।
৩। বাংলা চলিত গদ্যের বিকাশে মুখ্য ভূমিকা কোন পত্রিকার ? পত্রিকাটির সংক্ষিপ্ত পরিচয় দিন।
৪। কাজী নজরুল ইসলাম সম্পাদিত দুটি পত্রিকার নাম ও প্রকাশকাল লিখুন । কোন পত্রিকাটির জন্য কবি নজরুলকে রবীন্দ্রনাথ শুভেচ্ছা জানিয়েছিলেন ?
৫। বাংলা সাহিত্যে রবীন্দ্রোত্তর আধুনিক যুগের আমদানি করে কোন পত্রিকা ? প্রকাশকাল সহ পত্রিকাটির ভুমিকা অনধিক ত্রিশটি শব্দে লিখুন।
৬। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত দুটি পত্রিকার নাম , প্রকাশকাল ও প্রথম সম্পাদকের নাম লিখুন।
৭। বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের গুরুত্বপূর্ণ চারটি ভূমিকা উল্লেখ করুন।
৮। সুকুমার রায় , লীলা মজুমদার, উপেন্দ্র কিশোর প্রমুখদের রচনা প্রকাশিত হত কোন পত্রিকায় ? এই পত্রিকায় লিখতেন এমন আরো চারজন লেখকের নাম লিখুন।
৯। সবুজপত্রের বিপরীতমুখী রক্ষণশীলতা নিয়ে কোন পত্রিকা আবির্ভূত হয় ? এর সম্পাদক , প্রথম প্রকাশকাল ও এর সঙ্গে যুক্ত দুজন লেখকের নাম লিখুন।
১০। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি ? হিতবাদী, সাধনা ও ভারতীতে প্রকাশিত রবীন্দ্রনাথের একটি করে রচনার নাম লিখুন।
XXXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য নীচে 👇 ক্লিক করো।
( উত্তরপত্রের কাজ চলছে)
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস (প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET