প্রশ্ন: উদাহরনসহ যুক্তধ্বনির পরিচয় দাও। ৫
উত্তর: ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি সমাবেশের একটি অন্যতম পদ্ধতি হলো যুক্তিধ্বনির দ্বারা সমাবেশ।
যুক্তধ্বনি: যে ব্যঞ্জনধ্বনির সমাবেশ গুলি শব্দের আদিতে বা শুরুতে উচ্চারিত হয়, তাকে যুক্তধ্বনি বলে। বৈশিষ্ট:-
১.যুক্তধ্বনি গুলি শব্দের আদিতে অবস্থান করে।
২. যুক্তধ্বনির মধ্যে কোন দলসীমা থাকেনা।
৩. সাধারন যুক্তধ্বনির প্রথম ব্যঞ্জনটি ‘স’ হবে নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি ‘র’ বা ‘ল’ হবে।
উদাহরন : বাংলা শব্দে যুক্তধ্বনির সংখ্যা ২৮ টি। যেমন- প্রাণ(প্র), ত্রাণ(ত্র), তৃণ(তৃ), ধ্রুব(ধ্র) ইত্যাদি।
ইংরেজি থেকে আমদানিকৃত ১৮টি যুক্তধ্বনি রয়েছে।
যেমন- ফ্রাই(ফ্র), ফ্লাট(ফ্ল),ট্রাম(ট্র) ইত্যাদি।
কয়েকটি আমদানিকৃত বিদেশী শব্দের শেষেও যুক্তধ্বনি উচ্চারিত হয়।যেমন- ট্যাক্স(ক্স), দোস্ত(স্ত) ইত্যাদি।তিনটি ব্যঞ্জনের সমাবেশে যুক্তধ্বনি ২টি – স্ত্রী(স্ত্র), স্পৃহা(স্পৃ) ।