প্রশ্ন: ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা গুলির উল্লেখ করে যেকোনো একটি শাখার আলোচনা করো।
উত্তর: ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি হল :
১।সমাজভাষাবিজ্ঞান
২।মনোভাষাবিজ্ঞান
৩।স্নায়ুভাষাবিজ্ঞান
৪।নৃভাষাবিজ্ঞান
৫।শৈলীবিজ্ঞান প্রভৃতি।
ফলিত ভাষাবিজ্ঞানের একটি শাখা হিসেবে সমাজভাষাবিজ্ঞান নিয়ে এখানে আলোচনা করা হলো।
সমাজভাষাবিজ্ঞান :
ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে, ভাষাবিজ্ঞানের যে শাখাটি এই নিয়ে চর্চা করে তাকেই সমাজভাষাবিজ্ঞান বলা হয়। অর্থাৎ সমাজভাষাবিজ্ঞান হল ভাষা ও সমাজের পারস্পারিক সম্পর্কের বিষয়।
সমাজভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়:
১।সমাজে বিভিন্ন জাতির ও বিভিন্ন শ্রেনির মানুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা।
২।নারী-পুরুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা।
৩।অঞ্চলভেদে ও পেশাভেদে ভাষার ভিন্নতা।
সমাজভাষাবিজ্ঞানের মূল তিনটি ভাগ:
১.বর্ণনামূলক সমাজ ভাষাবিজ্ঞান:
ভাষার বক্তা, ভাষার বিশেষ রূপ,শ্রোতা, ভাষা ব্যবহারের বিশেষ কারন এসব নিয়ে আলোচনা করা হয় বর্ণনামূলক সমাজভাষাবিজ্ঞানে।
২.পরিবর্তনমান সমাজভাষাবিজ্ঞান :
কোন বিশেষ সমাজ ভাষার উদ্ভব, বিবর্তন, বিস্তার ও সংকোচনের ধারা নিয়ে আলোচনা করাই পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়।
৩.প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান:
সমাজ ভাষাবিজ্ঞানের এই শাখায় মাতৃ ভাষা ও অন্য ভাষা শেখার পদ্ধতি, লিপি প্রনালি, অনুবাদ করার নীতি ও বানান সংস্কার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দেখে নাও ভিডিওতে একবার👇👇👇
@ গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় দেখে রাখো @
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা
‘কে বাঁচায় কে বাঁচে ‘ গল্পের বড় প্রশ্ন
‘রূপনারানের কূলে’ কবিতার গুরুত্বপূর্ণ৩ টি প্রশ্নোত্তর
নানা রঙের দিন নাটকের বড় প্রশ্ন উত্তর
‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতার বড় প্রশ্ন
২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বাংলা সাজেশন এর জন্য এখানে ক্লিক করো