You are currently viewing প্রশ্নোত্তরে বৈষ্ণব পদ | ২০ নম্বরের পরীক্ষা দাও। উত্তরপত্র মিলিয়ে শিখে নাও।

প্রশ্নোত্তরে বৈষ্ণব পদ | ২০ নম্বরের পরীক্ষা দাও। উত্তরপত্র মিলিয়ে শিখে নাও।

tags: বৈষ্ণব পদ, বিদ্যাপতি, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করার কারণ কী, বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন, বৈষ্ণবীয় পঞ্চরস, কাকে , কেন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, রূপানুরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ কে, চণ্ডীদাস ও বিদ্যাপতির পদের পার্থক্য, মধ্যযুগের দু’জন মুসলমান বৈষ্ণব পদকর্তার নাম, গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার পদের পার্থক্য, চণ্ডীদাস, জ্ঞানদাস , গোবিন্দদাস,

বিষয়ঃ বৈষ্ণব পদ | ২০ নম্বরের পরীক্ষা

প্রশ্নপত্র (২x১০ = ২০)

১।  বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতি আর কী কী গ্রন্থ রচনা করেছিলেন ? প্রকাশকাল উল্লেখ করে চারটি গ্রন্থের নাম লিখুন ?

২। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন ? বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করার কারণ কী ?

৩। বৈষ্ণবীয় পঞ্চরস কাকে বলে ? সেগুলির নাম লিখুন।

৪। কাকে , কেন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় ?

৫। রূপানুরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ কে ? তাঁর একটি রূপানুরাগ পর্যায়ের পদের দু ছত্র লিখুন।

৬। চণ্ডীদাস ও বিদ্যাপতির পদের পার্থক্য লিখুন।

৭। গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার পদের মধ্যে দুটি পার্থক্য লিখুন। একটি করে গৌরাঙ্গ বিষয়ক ও গৌরচন্দ্রিকার পদের উদাহরণ দিন। (প্রথম পংক্তি শুধু)

৮। কাকে , কেন চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় লিখুন।

৯। দু’জন করে প্রাক-চৈতন্য , চৈতন্য সমসায়িক ও চৈতন্যত্তোর কালের বৈষ্ণব পদকর্তার নাম লিখুন।

১০। মধ্যযুগের দু’জন মুসলমান বৈষ্ণব পদকর্তার নাম লিখুন। বৈষ্ণব পদ ও শাক্ত পদের দুটি প্রধান পার্থক্য লিখুন।

XXXXXXXXXXXXXXXXXX

ত্তরপত্রের জন্য নীচে 👇 ক্লিক করো।

( উত্তরপত্র)

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। সাহিত্যের রূপরীতি/ নাট্য সাহিত্য SAQ

Leave a Reply