Tags: রায়গুনাকর ভারতচন্দ্র, Roy Gunakor BharotChandra, অনদামঙ্গল কাব্যের, ” অন্নদামঙ্গল”কে ” নূতন মঙ্গল “, যাবনী মিশাল, রাজসভার কবি রায়গুণাকারের অন্নদামঙ্গল গান রাজকন্ঠের মনিমালার মতো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যুগসন্ধির কবি, ভারতচন্দ্রকে কে, কেন রায় গুনাকর উপাধি দেন, “অন্নদামঙ্গল” কাব্যের প্রবাদ প্রবচন, “নূতন মঙ্গল “, অতএব কহি ভাষা যাবনি মিশাল।।, ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।’, ভারতচন্দ্রকে কে ,কেন “যুগসন্ধির কবি”, ভারতচন্দ্রের জন্ম-মৃত্যু সাল ও জন্মস্থান, ক. ‘সত্যপীরের পাঁচালী’, ‘রসমঞ্জরী’, ‘নাগাষ্টক’ , ‘চন্ডীনাটক’
বিষয়ঃ রায়গুনাকর ভারতচন্দ্র | ২০ নম্বরের পরীক্ষা
প্রশ্নপত্র (২x১০ = ২০)
১। ভারতচন্দ্রকে কে, কেন রায়গুণাকর উপাধিটি কে দেন ?
২। ‘অনদামঙ্গল’ কাব্যের চারটি প্রবাদ-প্রবচন উল্লেখ করুন ।
৩। কে, কেন “অন্নদামঙ্গল”-কে “নূতন মঙ্গল ” বলে উল্লেখ করেছেন ?
৪। “ না রবে প্রসাদগুণ নাহবে রসাল ।/অতএব কহি ভাষা যাবনী মিশাল ।।/প্রাচীন পণ্ডিতগণ গিয়াছেন কয়ে ।/যে হউক, সে হউক ভাষা কাব্যরস লয়ে ।।“—- কার উক্তি ? “যাবনী মিশাল” বলতে কী বোঝানো হয়েছে?
৫। ” আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।” — কার উক্তি ? এর মধ্যে বক্তার কোন মানসিকতা প্রকাশিত হয়েছে ?
৬। ভারতচন্দ্রকে কে, কেন ‘যুগসন্ধির কবি’ বলেছেন ?
৭। ‘’রাজসভার কবি রায়গুণাকরের অন্নদামঙ্গল গান রাজকন্ঠের মনিমালার মতো’’ –কার উক্তি ? উক্তিটির যথার্থতা বিচার করুন ।
৮। ভারতচন্দ্রের জন্ম-মৃত্যু সাল ও জন্মস্থান লিখুন।
৯। ‘অন্নদামঙ্গলের’ কয়টি খণ্ড ও কী কী ? প্রতিটি খণ্ডের দুটি করে চরিত্রের নাম লিখুন।
১০। ‘অন্নদামঙ্গল‘ ছাড়া ভারতচন্দ্রের চারটি রচনার নাম লিখুন।
XXXXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য নীচে 👇 ক্লিক করো।
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET