You are currently viewing চৈতন্য-জীবনী-কাব্য || চৈতন্যচরিতামৃত || চৈতন্যভাগবত ||  চৈতন্যমঙ্গল

চৈতন্য-জীবনী-কাব্য || চৈতন্যচরিতামৃত || চৈতন্যভাগবত || চৈতন্যমঙ্গল

Tags: চৈতন্য-জীবনী-কাব্য, চৈতন্যচরিতামৃত, চৈতন্যভাগবত,চৈতন্যমঙ্গল, মুরারী গুপ্তের কড়চা, কবি কর্ণপুর, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস, জয়ানন্দ, চৈতন্যচরিতামৃত”, স্বরূপ দামোদরের কড়চা, chaitanyo jiboni kabyo , krishnodas kobiraj, চৈতন্য-জীবনী-কাব্য, চৈতন্যচরিতামৃত, চৈতন্যভাগবত,চৈতন্যমঙ্গল, মুরারী গুপ্তের কড়চা, কবি কর্ণপুর, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস, জয়ানন্দ, চৈতন্যচরিতামৃত”, স্বরূপ দামোদরের কড়চা, chaitanyo jiboni kabyo , krishnodas kobiraj, জয়ানন্দের পিতা ও মাতার নাম কী, চৈতন্যদেবের মৃত্যুর কারণ,

চৈতন্য-জীবনী-কাব্য

# চৈতন্যের জীবন কাহিনি প্রথম রচনাকারী হিসেবে যিনি পরিচিত তিনি হলেন মুরারী গুপ্ত । এরপর রচনাকারী হিসেবে স্বরূপ দামোদরের নাম পাওয়া যায় ।সংস্কৃত ভাষায় লেখা জীবনী কাব্য “কড়চা” নামে পরিচিত ।

# মুরারী গুপ্তের কড়চায় রয়েছে ৭৮ টি সর্গ এবং ১৯০৬ টি শ্লোক ।

# মুরারী গুপ্তের কড়চা ১৫১৩ খ্রীঃ রচিত ।

# কবি কর্ণপুর এর প্রকৃত নাম পরমানন্দ সেন ।

# কবি কর্ণপুর সংস্কৃত ভাষায় রচনা করেন ” শ্রীচৈতন্যচরিতামৃত মহাকাব্যম ” ।গ্রন্থটি ২০টি সর্গে সমাপ্ত ।এই মহাকাব্যে ১৫১৫ খ্রীঃ চৈতন্যের গৌড়দেশ ভ্রমণকাল পর্যন্ত বিভিন্ন ঘটনার বিস্তৃত বিবরণ আছে ।-

চৈতন্যভাগবত

** বাংলা ভাষায় প্রথম চৈতন্যজীবনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস ।

** বৃন্দাবন দাসের কাব্যের নাম “চৈতন্যভাগবত “

** “চৈতন্যভাগবত” এর খণ্ড সংখ্যা তিন যথা– আদি , মধ্য ও অন্ত ।

** “চৈতন্যভাগবত” এ মোট অধ্যায় সংখ্যা ৫১ । আদি খন্ডে ১৫ টি অধ্যায় , মধ্য খন্ডে ২৬টি অধ্যায় এবং অন্ত খন্ডে ১০ টি অধ্যায় আছে ।

** “চৈতন্যভাগবত” এর রচনা কাল — ১৫৪৮ (বিমানবিহারী মজুমদারের মতে ) ।

বৃন্দাবন দাস:-

** বৃন্দাবন দাসের জন্ম অনুমানিক ১৫১৯ খ্রীঃ ।

** বৃন্দাবন দাসের মায়ের নাম নারায়ণী দেবী ।

** বৃন্দাবন দাস ছিলেন নিত্যানন্দের শিষ্য ।

** বৃন্দাবন দাস স্থায়ীভাবে দেনুড় গ্রামে বসবাস করেন ।দেনুড় গ্রাম অধুনা পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত।

চৈতন্যচরিতামৃত

** বাংলা ভাষায় কৃষ্ণদাস কবিরাজই শ্রেষ্ঠ চৈতন্যজীবনী কাব্য রচনা করেন ।

** কৃষ্ণদাস কবিরাজের কাব্যের নাম “চৈতন্যচরিতামৃত”

** কৃষ্ণদাস কবিরাজ তাঁর কাব্যে খন্ডের পরিবর্তে “লীলা “ শব্দটি ব্যবহার করেন । তাঁর কাব্যটি তিনটি লীলায় বিভক্ত — আদি লীলা ,মধ্য লীলা ও অন্ত লীলা ।

**” চৈতন্যচরিতামৃত” গ্রন্থে মোট ৬২ টি পরিচ্ছেদ আছে । আদি লীলায় ১৭টি , মধ্য লীলায় ২৫ টি এবং অন্ত লীলায় ২০টি পরিচ্ছেদ আছে ।

কৃষ্ণদাস কবিরাজ:-

**কৃষ্ণদাস কবিরাজের পিতা — ভগীরথ , মাতা — সুনন্দা ।

** বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর গ্রামে কৃষ্ণদাস কবিরাজ জন্ম গ্রহণ করেন ।## কৃষ্ণদাস কবিরাজ ছিলেন নিত্যানন্দের শিষ্য ।

**কৃষ্ণদাস কবিরাজ জাতিতে বৈদ্য ছিলেন ।## কৃষ্ণদাস কবিরাজ নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন ।

** ডঃ সুকুমার সেন “চৈতন্যচরিতামৃত” এর লিপিকাল ১৫৬০–১৫৮০ খ্রীঃ বলেছেন ।

** কৃষ্ণদাস কবিরাজের জন্মকাল — যদুনাথ সরকারের মতে ১৫১৭খ্রীঃ। আর বিমানবিহারী মজুমদারের মতে ১৫২৭খ্রীঃ । জগদ্বন্ধু ভদ্রের মতে ১৪৯৬ খ্রীঃ ।

** বৈষ্ণব সমাজের বেদ হল চৈতন্যচরিতামৃত গ্রন্থ ।

** কৃষ্ণদাস কবিরাজ স্বরূপ দামোদরের কড়চার দ্বারা অনুপ্রাণিত ছিলেন।

**একটি করে বন্দনা শ্লোক দিয়ে প্রতিটি পরিচ্ছেদ শুরু করেছেন কৃষ্ণদাস কবিরাজ ।

চৈতন্যমঙ্গল

** লোচন দাস: সম্পূর্ণ নাম — লোচনানন্দ দাস ।

** জন্মস্থান — বর্ধমান জেলার কোগ্রাম ।

** পিতা — কমলাকার দাস , মাতা — সদানন্দী ।

** কাব্যের নাম — “চৈতন্যমঙ্গল”

** কাব্যের খণ্ড সংখ্যা চারটি ।এগুলি হল — সূত্র খণ্ড ,আদিখণ্ড ,মধ্যখণ্ড এবং শেষখণ্ড ।

** আনুমানিক ১৫৬০–১৫৭০ খ্রিস্টাব্দের মধ্যে লোচন দাসের কাব্যটি রচিত ।

** মুরারী গুপ্তের দ্বারা প্রভাবিত হয়ে লোচন দাস তাঁর কাব্য রচনা করেন ।

** এগারো হাজার ছত্রে রচিত হয়েছে লোচন দাসের কাব্য ।

** লোচন দাস জাতিতে বৈদ্য ছিলেন ।

** লোচন দাস ছিলেন নরহরি সরকারের শিষ্য ।

জয়ানন্দ :-

** জন্মস্থান — বর্ধমান জেলার আমাইপুরা গ্রাম ।

** পিতা — সুবুদ্ধি মিশ্র , মাতা — রোদনী দেবী ।

** কাব্যের নাম — “চৈতন্যমঙ্গল ”

** আনুমানিক ১৫৬০ খ্রিস্টাব্দে তিনি কাব্যটি রচনা করেন ।

** কাব্যটি নয়টি খন্ডে বিভক্ত । এগুলি হল — আদি ,নদীয়া ,বৈরাগ্য , সন্ন্যাস , উৎকল ,প্রকাশ ,তীর্থ ,বিজয় এবং উত্তর ।

** মঙ্গল কাব্যের মত আদি খন্ডে বিভিন্ন পৌরাণিক দেবদেবীর বন্দনা স্থান পেয়েছে জয়ানন্দের কাব্যে।

** তাঁর ” চৈতন্যমঙ্গল” কাব্যটি গান করার জন্য রচিত হয়েছিল ।

** জয়ানন্দ ছিলেন গদাধর গোস্বামীর শিষ্য ।

হাতে লেখা নোট PDF ডাউনলোড করে নাও। 👇

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। চৈতন্য জীবনীকাব্য

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। সাহিত্যের রূপরীতি/ নাট্য সাহিত্য SAQ

Leave a Reply