You are currently viewing কবি বিহারীলাল চক্রবর্তী || Biharilal Chakroborty

কবি বিহারীলাল চক্রবর্তী || Biharilal Chakroborty

বাংলা সাহিত্যে ‘গীতিকবিতার ভোরের পাখি’ কাকে বলা হয় ? কে তাঁকে এই নামে অভিহিত করেন ?

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বিহারীলাল চক্রবর্তীকে কে , কেন ‘গীতিকবিতার ভোরের পাখি ‘ বলে অভিহিত করেন ? অথবা , বাংলা কাব্য সাহিত্যে কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতিকবিতার ‘ভোরের পাখি’ বলে অভিহিত করেছেন । নীচে কবি বিহারীলাল চক্রবর্তীর সংক্ষিপ্ত পরিচয় , কাব্য বৈশিষ্ট্য ও কাব্য সাহিত্যে তাঁর অবদান আলোচনা করা হল ।

বিহারীলাল  চক্রবর্তী:-

#জন্ম –২১ মে  ১৮৩৫

#মৃত্যু–২৪ মে ১৮৯৪

#জন্ম স্থান -কোলকাতার নিমতলায় ৷

#পিতা-দীননাথ চক্রবর্তী ।

         :::কাব্য বৈশিষ্ট্য :::


১৷ ভাবের আধিক্য বেশী লক্ষ্য করা যায় ৷


২৷ প্রকৃতি ও প্রেম,সঙ্গীতের উপস্থিতি,সহজ সরল ভাষায় কাব্য গুলি লেখা ।

৩৷ গীতিময়তা বিহারীলালের কাব্যের প্রধান বৈশিষ্ট্য ৷

৪৷ কবিগুরু তাকে “ভোরের পাখি” নাম দিয়েছেন ৷


৫৷ তার সম্পাদিত মাসিক পএিকা “পূণিমা” ৷

৬৷ তার শ্রেষ্ঠ কাব্য –“সারদামঙ্গল” ।


৭৷ আধুনিক গীতিকাব্যের প্রথম সচেতন কবি ছিলেন বিহারীলাল ৷

            :::::কাব্য ::::


১৷ স্বপ্নদর্শন (১৮৫৮)

২৷ সঙ্গীত শতক(১৮৬২)

৩৷ নিসর্গসন্দর্শন (১৮৭০)

৪৷ বঙ্গসুন্দরী(১৮৭০)

৫৷ বন্ধুবিযোগ(১৮৭০)

৬৷ প্রেমপ্রবাহিনী(১৮৭০)

৭৷ সারদামঙ্গল(১৮৭৯)

৮৷ সাধেরআসন(১৮৮৯)

৯৷মায়াদেবী(১৮৮২)

১০৷ ধূমকেতু(১৮৮২)

১১৷নিসর্গ সঙ্গীত (১৮৮২)

১২৷বাউল বিংশতি (১৮৮৭)

১৩৷ গোধূলী (১৮৯৯)

রবীন্দ্রনাথ ঠাকুর ‘সারদামঙ্গল’ কাব্য সম্পর্কে লিখেছেন , “সূর্যাস্ত কালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মত সারদামঙ্গলের সোনার শ্লোকগুলি বিবিধরূপের আভাস দেয়। কিন্তু কোন রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ণ পূরবী রাগিণী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে। ( বিহারীলাল/ ‘আধুনিক সাহিত্য’)

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

Leave a Reply