You are currently viewing কবি সুধীন্দ্রনাথ দত্ত |Sudhindranath Dutta

কবি সুধীন্দ্রনাথ দত্ত |Sudhindranath Dutta


বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

কাব্য সাহিত্যে সুধীন্দ্রনাথ দত্ত:-

রবীন্দ্রোত্তর আধুনিক কবিদের মধ্যে অন্যতম ছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত। বিশ শতকের তিরিশের দশকে যে পাঁচজন কবি বাংলা কবিতায় রবীন্দ্রাথের ছায়া কাটিয়ে আধুকিকতার সূচনা করেছিলেন, কবি সুধীন্দ্রনাথ দত্ত সেই পঞ্চপান্ডবের একজন । ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতিবাগানে তাঁর জন্ম হয় এবং ১৯৬০ সালের ২৫ জুন কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলা কাব্যে কবি সুধীন্দ্রনাথ দত্তের অবদান, কবি প্রতিভা ও কাব্য বৈশিষ্ট্য:

১) বাংলা কবিতায় “ধ্রুপদী রীতির”প্রবর্তক বলা হয়।
২) ক্ষনবাদী চিন্তা ও দর্শন তাঁর কবিতায় প্রতিফলিত হয়েছে।
৩) তার প্রেম স্পষ্ট ভাবেই দেহ নির্ভর, দেহবাদী প্রেমচেতনার পাঠ যেন তাঁর কবিতা গুলি।
৪) সমিল, অমিত্রাক্ষর, প্রবহমান পয়ার ইত্যাদি তান প্রধান ছন্দ ব্যবহার নিপুণ প্রয়োগ দেখা যায় তাঁর কবিতায়।
৫) পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। স্টেটসম্যান পত্রিকায় কাজ করতেন এবং প্রমথ চৌধুরীর সবুজ পত্র পত্রিকার সম্পাদন করেছেন।
৬) ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কবিতার পধান বৈশিষ্ট।
৭) বাংলা কবিতায় তিনি দার্শনিক চিন্তার নান্দনিক প্রকাশ ঘটান।
৮। বাংলা গদ্যের আধুনিক রূপকার হিসেবেও তাঁর সুপরিচিতি ।
৯। সর্বব্যাপী নাস্তিকতা, দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা এবং তীক্ষ্ণ বুদ্ধিবাদ তাঁর কবিতার ভিত্তি ভূমি।
১০। আধুনিক বন্ধ্যাযুগের অন্তঃসারশূন্য মানুষের নির্মম নিয়তির রূপায়ণ ঘটেছে তাঁর কবিতায় ।
১১। পৌরানিক মিথের সুনিপুন প্রয়োগ ঘটেছে তাঁর কবিতা গুলিতে ।
১২। কবির কাব্যের গঠনরীতি ধ্রুপদী সেই সঙ্গে রয়েছে সঙ্গীতের সিম্ফনিক সুর ।

  • কবি সুধীন্দ্রনাথ দত্ত-র কাব্যগ্রন্থ সমূহ :
    তন্বী (১৯৩০),
    অর্কেস্ট্রা (১৯৩৫),
    ক্রন্দসী (১৯৩৭),
    উত্তর ফাল্গুনী (১৯৪০),
    সংবর্ত (১৯৫৩),
    দশমী (১৯৫৬)

  • কবি সুধীন্দ্রনাথ দত্ত-র প্রবন্ধ গ্রন্থ:
    স্বগত (১৯৩৮),
    কুলায় ও কালপুরুষ (১৯৫৭)

  • অনুবাদ গ্রন্থ:
    প্রতিধ্বনি (১৯৫৪)

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

Leave a Reply