You are currently viewing নবীনচন্দ্র সেন (১৮৪৭-১৯০৯)|| বাংলা সাহিত্যে নবীনচন্দ্র সেনের অবদান

নবীনচন্দ্র সেন (১৮৪৭-১৯০৯)|| বাংলা সাহিত্যে নবীনচন্দ্র সেনের অবদান

নবীনচন্দ্র সেন (১৮৪৭-১৯০৯) 

 জন্ম: ১৮৪৭ সালের ১০ ই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার নওয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন

 মৃত্যু: ২৩ শে জানুয়ারি ১৯০৯সালে পরলোকগমন করেন। 

 পিতা ও মাতা: গোপীমোহন রায় ও রাজরাজেশ্বরী। 

নবীনচন্দ্র সেনের রচনাঃ 

১/’ অবকাশ রঞ্জিনী'(১ খন্ড ১৮৭১), (দ্বিতীয় খন্ড ১৮৭৮) । (উৎসর্গ বাবু চন্দ্র কুমার রায়কে।) 

২/’ পলাশীর যুদ্ধ'(১৮৭৫)। 

৩/’ ক্লিওপেট্রা'(১৮৭৭) । 

৪/ ‘রঙ্গবতী'(১৮৮০) । 

৫/ ‘রৈবতক'( ১৮৮৭) উৎসর্গ- পিতৃদেব কে। 

৬/ ‘কুরুক্ষেত্র'( ১৮৯৩)  উৎসর্গঃ কবির স্বর্গীয়াজননী কে। 

৭/ ‘প্রভাস’ (১৮৯৬) উৎসর্গ: কবির পত্নী ও পুত্রকে। 

৮/’  খ্রিষ্ট'(১৮৯৯) । (সেন্ট মেথুর গসপেল অবলম্বনে যীশু খ্রীষ্টের জীবন কাহিনী কে নিয়ে লেখা। )

৯/’ অমিতাভ’ (১৮৯৫)। (বুদ্ধদেবের জীবনী অবলম্বনে লেখা। )

১০/ ‘অমৃতাভ'(১৯০৯) । ( চৈতন্য জীবনী অবলম্বনে লেখা। )  

১১/ ‘চন্ডীচন্ডী’। 

১২/’ সীতার পদ্যানুবাদ’। 

** উপন্যাস: ‘ভানুমতী’ (১৯০৯) কবির একমাত্র উপন্যাস। চট্টগ্রামের সাইক্লোনের পটভূমিকায় ভানুমতী নামে এক বাজিকরের কন্যার কাহিনি এই উপন্যাসের মূল বিষয়। 

 আত্মজীবনীমূলক গ্রন্থ ও পত্রসাহিত্য :’আমার জীবন’ (১৩১৬-১৩২০  বঙ্গাব্দে) ৫টি খণ্ড রচিত এ গ্রন্থে কবির মাতৃভূমি কলকাতার সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্বন্ধে বিভিন্ন ঘটনা ও কৌতূহল উদ্দীপক কাহিনী আছে।,  ‘প্রবাসের পত্র’ (১৮৯২ )। 

নাটক: ‘নির্মাল্য’। 

** নবীনচন্দ্রের রচনার বহু স্থানে ইংরেজ কবি বায়রন এর কাব্যের জ্বলন্ত আবেগ ,স্বদেশপ্রেম, অসংযত উচ্ছাস এবং তীব্রতা ফুটে ওঠায় তাকে “বাংলার বায়রন” বলা হয়ে থাকে।

প্রশ্নোত্তরে নবীনচন্দ্র সেনঃ 

১/ নবীনচন্দ্র সেনের কবি প্রতিভার পরিচয় দিন ? 

উত্তরঃ নবীনচন্দ্র সেনের কবি প্রতিভা: 

i/ ইউরোপের সমাজ  তথ্যবিজ্ঞান চেতনা ও নীতি তত্ত্ব দ্বারা প্রবাহিত । 

 ii/ দেশাত্মবোধ তার কাব্য কে অন্য মাত্রা দিয়েছে  । 

iii/ ভাষা ছন্দ অলংকার ও কাব্যরস  সৃষ্টিতে সিদ্ধহস্ত। 

 iv / রোমান্টিক প্রেম ভাবনার সঙ্গে ইতিহাস চেতনা পুরাণ চেতনা ও নীতিবোধের মেলবন্ধন ঘটিয়েছেন। 

 v/ সবার উপরে কবি মানব ধর্মকে স্থান দিতে চেয়েছেন।

২। নবীনচন্দ্রের প্রথম কাব্য কোনটি ? এতে কয়টি কবিতা রয়েছে ? কাব্যের উপজীব্য বিষয় লিখুন ?

উত্তরঃ  রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘অবকাশ রঞ্জিনী’ । 

** এতে প্রথমভাগে ২২ টি ও দ্বিতীয়ভাগে ৪২টি কবিতা রয়েছে। 

* উপজীব্য বিষয়:- এটি একটি গীতি কবিতা সংকলন। এই গীতিসংগ্রহে প্রেম, প্রকৃতি, স্বদেশ প্রেম  গার্হস্থ্যজীবন মোট এইকয়টি বিষয় নিয়ে রচিত হয়েছে। যেমন- পিতৃহীন যুবক মুমূর্ষ জৈনিক বাঙালি লেখক বাঙালি লেখক। 

৩। নবীনচন্দ্রের জনপ্রিয় কাব্য কোনটি ? কাব্যটি কয়টি সর্গে বিভক্ত ? উপজীব্য বিষয় কী ? এর বিশেষত্ব কী ? 

উ: নবীনচন্দ্র জনপ্রিয় ‘পলাশীর যুদ্ধ’ (১৮৭৫)। 

** কাব্য টি পাঁচটি সর্গে বিভক্ত। 

* উপজীব্য বিষয় : সিরাজের বিরুদ্ধে মীরজাফরের ষড়যন্ত্র থেকে কাব্যের আরম্ভ এবং সিরাজের পলাশীর প্রান্তরে পরাজয়, পলায়ন, পথে ধৃত মুর্শিদাবাদে আনয়ন। 

** বিশেষত্ব: i/এটি একটি দেশপ্রেমমূলক খান কাব্য । 

ii/ কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে লেখা । 

 iii/ কাব্যটিতে বায়রনের চাইল্ড হ্যারল্ড এর প্রভাব আছে। 

iv/ ইংরেজ   ভক্তিরপ্রাচুর্য ছিল। 

v/লিরিক উচ্ছাস কাব্যের আদ্যন্ত জুড়িয়ে আছে। 

 vi/মোহনলালকে কাব্যের নায়ক করা হয়েছে। 

৪। ‘ক্লিওপেট্রা’র পরিচয় দিন ? 

উ:- এটি একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা মাত্র ।ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার ও এন্টোনি সংক্রান্ত কাহিনী বিবৃত হয়েছে ।  এই কাব্যের কবি ক্লিওপেট্রাকে অসতী বলে শাস্তি না দিয়ে তার প্রতি পাঠকের  সহানুভূতি  সঞ্চার করে উদার মনোভাবের পরিচয় দিয়েছেন। 

৫। ‘রঙ্গবতী’ কাব্যের প্রকাশকাল লিখুন ? এর বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো ?এতে কোন কোন প্রাচ্যও পাশ্চাত্য প্রভাব রয়েছে ? 

উ:- ‘রঙ্গবতী’ কাব্যের প্রকাশকাল ১৮৮০ সাল। 

** বৈশিষ্ট্য:- i/ এটি একটি কবি কল্পিত কাহিনী। 

  ii/ রাঙ্গামাটির বর্ণনায় প্রত্যক্ষ অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায়। 

iii/ কবিকাহিনী শিবাজীর প্রসঙ্গপ্রসঙ্গ এনে  স্বাদেশিক গৌরব দিতে চেয়েছেন। 

iv/ অমিত্রাক্ষর ছন্দে লেখা। 

 v/ বীরেন্দ্র তপস্বিনী শংকর  প্রভৃতি ভূমিকায় এস্কর্টের ছায়া আছে।

vi/ ডক্টর সুকুমার সেন ‘রঙ্গবতী’ কে পদ্য লেখা উপন্যাস বলেছেন ।

৬। নবীনচন্দ্র ত্রয়ী কাব্য গুলি কী কী ? এদের  সর্গ ও বিষয় উল্লেখ করুন ? 

উ: নবীনচন্দ্রের ‘এয়ী মহাকাব্য’  ‘রৈবতক'(১৮৮৭),’কুরুক্ষেত্র'(১৮৯৩), ‘প্রবাস'(১৮৯৬) । 

( ১৪ বছরে অক্লান্ত চেষ্টায় লেখা)

৭। নবীনচন্দ্র ত্রয়ী কাব্য গুলি কী কী ? এদের  সর্গ ও বিষয় উল্লেখ করুন ? 

উ: নবীনচন্দ্রের ‘ত্রয়ী মহাকাব্য’  ‘রৈবতক'(১৮৮৭),’কুরুক্ষেত্র'(১৮৯৩), ‘প্রভাস'(১৮৯৬) ।  

*( ১৪ বছরে অক্লান্ত চেষ্টায় লেখা ত্রয়ী মহাকাব্য কে বলেছেন  -“মহাভারত অফ দ্য নাইন্টিন সেঞ্চুরি”।  এই কাব্যের নায়ক শ্রীকৃষ্ণ তার লক্ষ্য আর্য -অনার্য রাখি বন্ধন ও অখন্ড হিন্দু সংস্কৃতির পওন ‘এক ধর্ম, এক জাতি, এক সিংহাসন। ‘ এই মহৎ কাজে কৃষ্ণের সহায়ে অর্জুনের বীর্য বেদব্যাসের মনীষা সুভদ্রার প্রীতি আর  শৈলজার প্রেমপ্রকাশিত হয়েছে। ) 

 *’রৈবতক’ এর মূল বিষয়: সুভদ্রা হরণ, প্রসঙ্গত এসেছে দুর্বাসা, বাসুকির ষড়যন্ত্র এবং জরৎকারুরপ্রতিশোধ বাসনা রৈবতক কাব্যের সর্গ সংখ্যা২০ টি। 

*’ কুরুক্ষেত্রে’র কাহিনীর সূত্রপাত: ভীষ্ম পতনের সপ্তরথী বেষ্টিত অভিমুন্য হত্যাও সৎকার। এতে ১৭টি সর্গ রয়েছে। 

* ‘প্রভাসের বিষয়’:- গৌড়ীয় বৈষ্ণব ধর্মের     নামাশ্রয়-ঈ   প্রেম বিহলতা যদুবংশ ধ্বংস এই তৃতীয় ভাগ এর মূল বিষয়।  এর সর্গ সংখ্যা ১৩টি। 

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

Leave a Reply