You are currently viewing বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)

বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)

আমাদের আজকের আলোচ্য বিষয়ঃ বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল), বাংলা উপন্যাসে বনফুলের অবদান,

ঔপন্যাসিক বনফুলের অবদানঃ- 

রবীন্দ্রোত্তর যুগে বাংলা সৃজনশীল সাহিত্য , বিশেষত কথাসাহিত্য যাদের দ্বারা সমৃদ্ধ হয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম । তাঁর ছদ্মনাম বনফুল । উপন্যাস , ছোটগল্প , নাটক , নক্সা , প্রবন্ধ , কবিতা — বিচিত্র দিকে তাঁর অবাধ বিচরণ ছিল ।

তাঁর রচিত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল —

ক) ইতিহাসমিশ্রিত রোমান্স – ‘সন্ধিপূজা’ , ‘মহারানী’ । 

খ) সামাজিক উপন্যাস – ‘পক্ষীমিথুন’ , ‘প্রচ্ছন্ন মহিমা’ । 

গ) রাজনৈতিক উপন্যাস – ‘সপ্তর্ষি , ‘অগ্নি’ । 

ঘ) মনস্তাত্ত্বিক উপন্যাস – ‘ভুবনসোম’ , ‘দ্বৈরথ ‘ ।

ঙ) উদ্বাস্তুসমস্যামূলক উপন্যাস – ‘ক্রিবর্ণ’ , ‘পঞ্চপর্ব’ । 

চ) কাব্যধর্মী উপন্যাস – ‘রূপকথা’ । 

ছ) মহাকাব্যোচিত উপন্যাস – ‘স্থাবর’ , ‘জঙ্গম’ ও ‘ডানা’ । 

তাঁর সর্বাধিক জনপ্রিয় উপন্যাসগুলি মূলত তাঁর পারিবারিক ও ব্যক্তিগত চিকিৎসক জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত । এর মধ্যে রয়েছে – ‘হাটেবাজারে’ , ‘অগ্নীশ্বর’ , ‘উদয়-অস্ত’ , ‘নির্মোক’ ইত্যাদি ।

‘ডানা’ বনফুলের অভিনব সৃষ্টি । পক্ষীজীবন নিয়ে এমন রূপক সাহিত্য অন্যরহিত । ভাগলপুরে বন্ধু প্রত্যোৎ কুমার সেনগুপ্ত বনফুলকে পক্ষীত্ত্ব সম্পর্কে জ্ঞানার্জনে সাহায্য করেছিলেন । পাখিদের আকাশজীবন এখানে প্রায় বাস্তব মানবজীবনেরই রূপক । 

অতীত মানবজীবনের ইতিহাস ‘স্থাবর’ । এই উপন্যাসে প্রাচীন অসভ্য নরগোষ্ঠীর অলৌকিক অসম্ভবে মিশ্রিত ক্ষুধা-কাম-মন্ত্র শক্তি-ভীতি ঘেরা জীবনালেখ্য চিত্রিত । ‘জঙ্গম’-এ বিংশ শতকের চলমান জীবন বর্ণিত । ‘সপ্তর্ষি’-তে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্যায়ের ইতিহাস এবং ‘অগ্নি’তে ১৯৪২ এর আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট ব্যবহৃত ।

‘নবদিগন্ত’ শ্রমবিমুখ ও নৈরাশ্যপীড়িত বাঙালি জীবনের প্রেক্ষাপটে রচিত । ‘নবীন দত্ত’ উপন্যাসে সমাজের উগ্র আধুনিকতার বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক নবীন দত্ত । কিন্তু সমাজের ভাঙনকে তিনি রোধ করতে পারেননি ।

‘বৈতরণী তীরে’তে লেখককে প্রেততত্ত্ব বিষয়ক অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে । উদ্বাস্তু সমস্যার বিবরণ পাওয়া যায় ‘ত্রিবর্ণ’ ও ‘পঞ্চবর্ণ’ উপন্যাসে । তাঁর উপন্যাসের বিষয়বস্তুর বৈচিত্র‍্য , আঙ্গিক গঠনে নতুন নতুন প্রয়াস , প্রকাশভঙ্গির নিজস্ব মৌলিকতা পাঠককে ভাবিত করে ।

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান

নাট্যসাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান

নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্র-র অবদান

নাট্যসাহিত্যে মধুসূদন দত্ত-র অবদান

Leave a Reply