You are currently viewing বিজন ভট্টাচার্য্য | নাট্যসাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান

বিজন ভট্টাচার্য্য | নাট্যসাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান

(আজকের আলচ্য বিষয়- নাট্যসাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান)

প্রশ্নঃ নাট্যসাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো।

বাংলা গণনাট্য আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ নাট্যকার ও অভিনেতা বিজন ভট্টাচার্য । তিনি বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে নিঃসন্দেহে এক স্মরণীয় ব্যক্তিত্ব । বাংলা পেশাদারি রঙ্গমঞ্চে যখন শিশির ভাদুড়ি নাট্যজগৎ-কে শাসন করছিলেন , তেমনই এক সময়ে ১৯৪২-এর আগস্ট আন্দোলন এবং ১৯৪৩-৪৪-এর দেশব্যাপী মন্বন্তরের পটভূমিতে বিজন ভট্টাচার্যের আবির্ভাব ।

তাঁর রচিত নাটক গুলির মধ্যে উল্লেখযোগ্য হল —

ক) পূর্ণাঙ্গ নাটক – ‘নবান্ন’ (১৯৪৪) , ‘জতুগৃহ’ (১৯৫১) , ‘গোত্রান্তর’ (১৯৫৬-৫৭) , ‘ছায়াপথ’ (১৯৬১) , ‘দেবীগর্জন’ (১৯৪৪) , ‘ধর্মগোলা’ (১৯৬৭) , ‘গর্ভবতী জননী’ (১৯৭১) ইত্যাদি । 

খ) একাঙ্ক নাটক – ‘আগুন’ (১৯৪৩) , ‘জবানবন্দি’ (১৯৪৩) , ‘জননেতা’ (১৯৫০) , ‘লাস ঘুইরা যাউক’ (১৯৭০) ইত্যাদি । 

গ) গীতিনাট্য – ‘জীয়নকন্যা’ (১৯৪৮) ইত্যাদি । 

ঘ) রূপকনাট্য – ‘স্বর্ণকুম্ভ’ (১৯৭০) ইত্যাদি । 

বিজন ভট্টাচার্যের প্রথম নাটক ‘আগুন’ অভিনয়ের মাধ্যমে তাঁর নাট্যখ্যাতি ছড়িয়ে পড়ে । ১৯৪২-এর আগস্ট আন্দোলন , বন্যা , মহামারি এবং ভয়ংকর দুর্ভিক্ষের পটভূমিতে রচিত ‘নবান্ন’ নাটক । বিজন ভট্টাচার্য দেখিয়েছেন যে , মানুষেরই শোষণ ও অত্যাচারে কীভাবে হাজার হাজার মানুষের অপমৃত্যু ঘটে । ‘গোত্রান্তর’ নাটকের বিষয় উদ্বাস্তু জীবনের সমস্যা । ‘ছায়াপথ’-এর বিষয় ফুটপাথের ঝুপড়িবাসীদের জীবন । কৃষক আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছে ‘দেবীগর্জন’ । বাদা অঞ্চলের আদিবাসী বেদেদের ব্রতকথা নিয়ে রচিত হয়েছে ‘গর্ভবতী জননী’ নাটকটি । ‘আগুন’ ও ‘জবানবন্দি’ নাটকদুটিতে স্থান পেয়েছে বাংলার কৃষকদের দুর্দশার চিত্র ।

তার নাট্যভাবনা কমিউনিস্ট পার্টির ভাবধারা বিশেষভাবে কাজ করেছে । বিষয়বস্তুর নতুনত্বে , সংলাপ রচনায় ও ভাবগত দিক থেকে তাঁর নাটকগুলি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে ।

আরো দেখে রাখতে পারো👇👇👇

নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথের অবদান

নাট্যসাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান

নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান

নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্র-র অবদান

নাট্যসাহিত্যে মধুসূদন দত্ত-র অবদান

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

Leave a Reply