আজকের আলোচ্য বিষয়ঃ চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ?, তাঁর কাব্য প্রতিভা আলোচনা, কবি মুকুন্দ চক্রবর্তী, অভয়া মঙ্গল, মুকুন্দরাম চক্রবর্তী,
চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ? তাঁর কাব্য প্রতিভা আলোচনা কর ।
উত্তর : চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী ।
চন্ডীমঙ্গল : মুকুন্দ চক্রবর্তীর কাব্য প্রতিভা :: কেবল মঙ্গলকাব্যের ইতিহাসে নয়, সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দ চক্রবর্তী একটি বিশেষ স্থান দখল করে রয়েছেন ।
কবি নিখুঁতভাবে বাস্তবকে পর্যবেক্ষণ করেছেন এবং তা প্রকাশ করেছেন । মানবচরিত্র সম্পর্কে কৌতূহলী এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। ফুল্লারা, মুরারি শীল, ভাঁড়ু দত্ত, দুর্বলা দাসী প্রভৃতি চরিত্র তাঁর কাব্যে জীবন্ত হয়ে উঠেছে । কৌতুকরস সৃষ্টিতে মুকুন্দ যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছেন।
গ্রন্থ উৎপত্তির কারণ অংশে সমকালীন বাস্তবতার ছবি তুলে ধরেছেন । কালকেতুর নির্মম দারিদ্র্যের ছবিতে, পশুদের কান্নায় এবং ধনপতি উপাখ্যানে খুল্লনার দুঃখের বর্ণনায় কবির দরদি মনের পরিচয় পাওয়া যায় । বাস্তবতা, ঘটনা-সন্নিবেশ এবং চরিত্র সৃষ্টির দক্ষতায় তাঁর মধ্যে ঔপন্যাসিকের গুণাবলি লক্ষ করা যায় । এই কারণেই ডঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন- “এ যুগে জন্ম গ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন , তাহাতে সন্দেহ নাই। “
মুকুন্দ তাঁর কাব্যে চণ্ডীর মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে কাব্যের ভাষা, ছন্দ ও অলংকারের প্রতি যথেষ্ট সংবেদনশীল ছিলেন । উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসােক্তি প্রভৃতি অলংকারের অজস্র প্রয়ােগ আছে তাঁর ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে ।
সবশেষে বলা যায়, মুকুন্দ চক্রবর্তীর ‘চন্ডীমঙ্গল ‘ কাব্যটি সমগ্র মধ্যযুগের একটি ব্যতিক্রমী কাব্য । সেদিক থেকে মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের একজন বিশিষ্ট প্রতিভাবান কবি ।
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান