নবীনচন্দ্র সেন (১৮৪৭-১৯০৯)
জন্ম: ১৮৪৭ সালের ১০ ই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার নওয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন
মৃত্যু: ২৩ শে জানুয়ারি ১৯০৯সালে পরলোকগমন করেন।
পিতা ও মাতা: গোপীমোহন রায় ও রাজরাজেশ্বরী।
নবীনচন্দ্র সেনের রচনাঃ
১/’ অবকাশ রঞ্জিনী'(১ খন্ড ১৮৭১), (দ্বিতীয় খন্ড ১৮৭৮) । (উৎসর্গ বাবু চন্দ্র কুমার রায়কে।)
২/’ পলাশীর যুদ্ধ'(১৮৭৫)।
৩/’ ক্লিওপেট্রা'(১৮৭৭) ।
৪/ ‘রঙ্গবতী'(১৮৮০) ।
৫/ ‘রৈবতক'( ১৮৮৭) উৎসর্গ- পিতৃদেব কে।
৬/ ‘কুরুক্ষেত্র'( ১৮৯৩) উৎসর্গঃ কবির স্বর্গীয়াজননী কে।
৭/ ‘প্রভাস’ (১৮৯৬) উৎসর্গ: কবির পত্নী ও পুত্রকে।
৮/’ খ্রিষ্ট'(১৮৯৯) । (সেন্ট মেথুর গসপেল অবলম্বনে যীশু খ্রীষ্টের জীবন কাহিনী কে নিয়ে লেখা। )
৯/’ অমিতাভ’ (১৮৯৫)। (বুদ্ধদেবের জীবনী অবলম্বনে লেখা। )
১০/ ‘অমৃতাভ'(১৯০৯) । ( চৈতন্য জীবনী অবলম্বনে লেখা। )
১১/ ‘চন্ডীচন্ডী’।
১২/’ সীতার পদ্যানুবাদ’।
** উপন্যাস: ‘ভানুমতী’ (১৯০৯) কবির একমাত্র উপন্যাস। চট্টগ্রামের সাইক্লোনের পটভূমিকায় ভানুমতী নামে এক বাজিকরের কন্যার কাহিনি এই উপন্যাসের মূল বিষয়।
আত্মজীবনীমূলক গ্রন্থ ও পত্রসাহিত্য :’আমার জীবন’ (১৩১৬-১৩২০ বঙ্গাব্দে) ৫টি খণ্ড রচিত এ গ্রন্থে কবির মাতৃভূমি কলকাতার সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্বন্ধে বিভিন্ন ঘটনা ও কৌতূহল উদ্দীপক কাহিনী আছে।, ‘প্রবাসের পত্র’ (১৮৯২ )।
নাটক: ‘নির্মাল্য’।
** নবীনচন্দ্রের রচনার বহু স্থানে ইংরেজ কবি বায়রন এর কাব্যের জ্বলন্ত আবেগ ,স্বদেশপ্রেম, অসংযত উচ্ছাস এবং তীব্রতা ফুটে ওঠায় তাকে “বাংলার বায়রন” বলা হয়ে থাকে।
প্রশ্নোত্তরে নবীনচন্দ্র সেনঃ
১/ নবীনচন্দ্র সেনের কবি প্রতিভার পরিচয় দিন ?
উত্তরঃ নবীনচন্দ্র সেনের কবি প্রতিভা:
i/ ইউরোপের সমাজ তথ্যবিজ্ঞান চেতনা ও নীতি তত্ত্ব দ্বারা প্রবাহিত ।
ii/ দেশাত্মবোধ তার কাব্য কে অন্য মাত্রা দিয়েছে ।
iii/ ভাষা ছন্দ অলংকার ও কাব্যরস সৃষ্টিতে সিদ্ধহস্ত।
iv / রোমান্টিক প্রেম ভাবনার সঙ্গে ইতিহাস চেতনা পুরাণ চেতনা ও নীতিবোধের মেলবন্ধন ঘটিয়েছেন।
v/ সবার উপরে কবি মানব ধর্মকে স্থান দিতে চেয়েছেন।
২। নবীনচন্দ্রের প্রথম কাব্য কোনটি ? এতে কয়টি কবিতা রয়েছে ? কাব্যের উপজীব্য বিষয় লিখুন ?
উত্তরঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘অবকাশ রঞ্জিনী’ ।
** এতে প্রথমভাগে ২২ টি ও দ্বিতীয়ভাগে ৪২টি কবিতা রয়েছে।
* উপজীব্য বিষয়:- এটি একটি গীতি কবিতা সংকলন। এই গীতিসংগ্রহে প্রেম, প্রকৃতি, স্বদেশ প্রেম গার্হস্থ্যজীবন মোট এইকয়টি বিষয় নিয়ে রচিত হয়েছে। যেমন- পিতৃহীন যুবক মুমূর্ষ জৈনিক বাঙালি লেখক বাঙালি লেখক।
৩। নবীনচন্দ্রের জনপ্রিয় কাব্য কোনটি ? কাব্যটি কয়টি সর্গে বিভক্ত ? উপজীব্য বিষয় কী ? এর বিশেষত্ব কী ?
উ: নবীনচন্দ্র জনপ্রিয় ‘পলাশীর যুদ্ধ’ (১৮৭৫)।
** কাব্য টি পাঁচটি সর্গে বিভক্ত।
* উপজীব্য বিষয় : সিরাজের বিরুদ্ধে মীরজাফরের ষড়যন্ত্র থেকে কাব্যের আরম্ভ এবং সিরাজের পলাশীর প্রান্তরে পরাজয়, পলায়ন, পথে ধৃত মুর্শিদাবাদে আনয়ন।
** বিশেষত্ব: i/এটি একটি দেশপ্রেমমূলক খান কাব্য ।
ii/ কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে লেখা ।
iii/ কাব্যটিতে বায়রনের চাইল্ড হ্যারল্ড এর প্রভাব আছে।
iv/ ইংরেজ ভক্তিরপ্রাচুর্য ছিল।
v/লিরিক উচ্ছাস কাব্যের আদ্যন্ত জুড়িয়ে আছে।
vi/মোহনলালকে কাব্যের নায়ক করা হয়েছে।
৪। ‘ক্লিওপেট্রা’র পরিচয় দিন ?
উ:- এটি একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা মাত্র ।ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার ও এন্টোনি সংক্রান্ত কাহিনী বিবৃত হয়েছে । এই কাব্যের কবি ক্লিওপেট্রাকে অসতী বলে শাস্তি না দিয়ে তার প্রতি পাঠকের সহানুভূতি সঞ্চার করে উদার মনোভাবের পরিচয় দিয়েছেন।
৫। ‘রঙ্গবতী’ কাব্যের প্রকাশকাল লিখুন ? এর বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো ?এতে কোন কোন প্রাচ্যও পাশ্চাত্য প্রভাব রয়েছে ?
উ:- ‘রঙ্গবতী’ কাব্যের প্রকাশকাল ১৮৮০ সাল।
** বৈশিষ্ট্য:- i/ এটি একটি কবি কল্পিত কাহিনী।
ii/ রাঙ্গামাটির বর্ণনায় প্রত্যক্ষ অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায়।
iii/ কবিকাহিনী শিবাজীর প্রসঙ্গপ্রসঙ্গ এনে স্বাদেশিক গৌরব দিতে চেয়েছেন।
iv/ অমিত্রাক্ষর ছন্দে লেখা।
v/ বীরেন্দ্র তপস্বিনী শংকর প্রভৃতি ভূমিকায় এস্কর্টের ছায়া আছে।
vi/ ডক্টর সুকুমার সেন ‘রঙ্গবতী’ কে পদ্য লেখা উপন্যাস বলেছেন ।
৬। নবীনচন্দ্র ত্রয়ী কাব্য গুলি কী কী ? এদের সর্গ ও বিষয় উল্লেখ করুন ?
উ: নবীনচন্দ্রের ‘এয়ী মহাকাব্য’ ‘রৈবতক'(১৮৮৭),’কুরুক্ষেত্র'(১৮৯৩), ‘প্রবাস'(১৮৯৬) ।
( ১৪ বছরে অক্লান্ত চেষ্টায় লেখা)
৭। নবীনচন্দ্র ত্রয়ী কাব্য গুলি কী কী ? এদের সর্গ ও বিষয় উল্লেখ করুন ?
উ: নবীনচন্দ্রের ‘ত্রয়ী মহাকাব্য’ ‘রৈবতক'(১৮৮৭),’কুরুক্ষেত্র'(১৮৯৩), ‘প্রভাস'(১৮৯৬) ।
*( ১৪ বছরে অক্লান্ত চেষ্টায় লেখা ত্রয়ী মহাকাব্য কে বলেছেন -“মহাভারত অফ দ্য নাইন্টিন সেঞ্চুরি”। এই কাব্যের নায়ক শ্রীকৃষ্ণ তার লক্ষ্য আর্য -অনার্য রাখি বন্ধন ও অখন্ড হিন্দু সংস্কৃতির পওন ‘এক ধর্ম, এক জাতি, এক সিংহাসন। ‘ এই মহৎ কাজে কৃষ্ণের সহায়ে অর্জুনের বীর্য বেদব্যাসের মনীষা সুভদ্রার প্রীতি আর শৈলজার প্রেমপ্রকাশিত হয়েছে। )
*’রৈবতক’ এর মূল বিষয়: সুভদ্রা হরণ, প্রসঙ্গত এসেছে দুর্বাসা, বাসুকির ষড়যন্ত্র এবং জরৎকারুরপ্রতিশোধ বাসনা রৈবতক কাব্যের সর্গ সংখ্যা২০ টি।
*’ কুরুক্ষেত্রে’র কাহিনীর সূত্রপাত: ভীষ্ম পতনের সপ্তরথী বেষ্টিত অভিমুন্য হত্যাও সৎকার। এতে ১৭টি সর্গ রয়েছে।
* ‘প্রভাসের বিষয়’:- গৌড়ীয় বৈষ্ণব ধর্মের নামাশ্রয়-ঈ প্রেম বিহলতা যদুবংশ ধ্বংস এই তৃতীয় ভাগ এর মূল বিষয়। এর সর্গ সংখ্যা ১৩টি।
প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান
প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান