ঊনবিংশ শতকের গীতিকবিতার ধারা :
ঊনবিংশ শতকের গীতিকবিতা| বিষয়-এর SAQ প্র্যাকটিস ( বিহারীলাল চক্রবর্তী ও মাইকেল মধুসূধন দত্ত বাদে )
১। কবি ঈশ্বরগুপ্ত-কে যুগসন্ধির কবি বলা যায় কিনা যুক্তিসহ লিখুন।
উত্তরঃ কবি ঈশ্বরগুপ্তকে যুগসন্ধির কবি বলা যায়।কেননা-ঈশ্বরগুপ্ত একাধারে কবি ও সাংবাদিক ফলে তাঁর সাংবাদিকতা ও কবিত্ব পরস্পর পরস্পরকে প্রভাবিত করেছে। রসিকতা, ব্যঙ্গ,দেশপ্রেম, প্রতিবাদ ইত্যাদি তাঁর কাব্যে যেমন প্রকাশিত হয়েছে তেমনি রক্ষণশীলতা প্রভৃতি পুরোনো মানসিকতাও প্রকাশ পেয়েছে।একই সঙ্গে সাংবাদিক সুলভ নতুনের প্রতি আগ্রহ ও পুরাতন মানসিকতার মেলবন্ধনে তিনি হয়ে উঠেছেন যথার্থ যুগসন্ধির কবি।
২। কার,কোন কাব্য কে রবীন্দ্রনাথ ‘রূপকের রাজপ্রাসাদ’ বলেছেন ? একথা বলার কারণ সংক্ষেপে লিখুন।
উত্তরঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর-র স্বপ্নপ্রয়াণ(১৮৭৫) কাব্যকে রবীন্দ্রনাথ ‘রূপকের রাজপ্রাসাদ’ বলেছেন।
একথা বলার কারণ: রবীন্দ্রনাথ ‘স্বপ্নপ্রয়াণ’ কাব্যটি সম্পর্কে লিখেছেন, ” স্বপ্নপ্রয়াণ যেন একটা রূপকের রাজপ্রাসাদ।” তার কত রকমের কক্ষ, গবাক্ষ, চিএ,মূর্তি। তার মহলগুলি বিচিত্র, তার চারিদিকের বাগানবাড়িতে কত নিকুঞ্জ। তার মধ্যে কেবল ভাবের প্রাচূর্য নয়, রচনার বিচিএতা রয়েছে।এই সব কারণের জন্য ই রবীন্দ্রনাথ ‘স্বপ্নপ্রয়াণ’ কাব্যকে “রূপকের রাজপ্রাসাদ” বলেছেন।
৩। ‘মহিলাকাব্য’ কার লেখা? প্রকাশকালসহ এর মূল বিষয়বস্তু অতি সংক্ষেপে লিখুন।
উত্তরঃ “মহিলাকাব্য” কার লেখা : ‘মহিলাকাব্য’ সুরেন্দ্রনাথ মজুমদার-র লেখা।
প্রকাশকাল: প্রথম খন্ড ১৮৮০ খিস্টাব্দ, দ্বিতীয় খন্ড ১৮৮৩ খিস্টাব্দ
মূল বিষয়বস্তু: সুরেন্দ্রনাথ মজুমদার তাঁর ‘মহিলাকাব্য’-এ নারীর চারটি
পারিবারিক মূর্তি কল্পনা করেছেন- জননী, জায়া, ভগিনী, দুহিতা।
৪। গ্রন্থগুলির রচয়িতার নাম লিখুন: ‘আলো ও ছায়া’ , ‘পএলেখা’ , ‘ অশ্রুকণা’ , ‘কাব্যকুসুমাঞ্জলি’ ।
উত্তরঃ আলো ও ছায়া= কামিনী রায়
পএলেখা= প্রিয়ংবদা দেবী
অশ্রুকণা= গিরীন্দ্রমোহিনী দাসী
কাব্যকুসুমাঞ্জলি= মানকুমারী বসু
৫। ঈশ্বরগুপ্ত-র চারটি কবিতা ও মদনমোহন তর্কালঙ্কার-র দুটি কাব্যের নাম লিখুন।
উত্তরঃ ঈশ্বরগুপ্তের চারটি কবিতা র নাম:
ক। আনারস
খ। তপসে মাছ
গ। বড়দিন
ঘ। মাতৃভাষা
মদনমোহন তর্কালঙ্কার-র দুটি কাব্যের নাম:
ক। রসতরঙ্গিনী
খ। বাসবদত্তা
৬। দেবেন্দ্রনাথ সেনের চারটি কাব্যের নাম প্রকাশকালসহ লিখুন।
উত্তরঃ দেবেন্দ্রনাথ সেন-র চারটি কাব্যের নাম ও প্রকাশকাল:
ক। ফুলবালা(১৮৮০)
খ। নির্ঋরিণী(১৮৮১)
গ। অশোক গুচ্ছ(১৯০০)
ঘ। শেফালি গুচ্ছ(১৯১২)
৭। কাব্যগুলির রচয়িতার নাম লিখুনঃ ‘ভুল’, ‘কস্তুরি’, ‘পারিজাত গুচ্ছ’, ‘কবিতা ও গান‘ ।
উত্তরঃ ভুল= অক্ষয়কুমার বড়াল
কস্তুরি= গোবিন্দচন্দ্র দাস
পারিজাত গুচ্ছ= দেবেন্দ্রনাথ সেন
কবিতা ও গান= স্বর্ণকুমারী দেবী
৮। ‘এষা’ কী জাতীয় রচনা? প্রকাশকাল উল্লেখ করে কাব্যটির মূল ভাবটি লিখুন।
উত্তরঃ ‘এষা’ শোক কাব্য জাতীয় রচনা।
প্রকাশকাল: ১৯১২ খিস্টাব্দে প্রকাশিত হয়।
কাব্যটির মূলভাব: প্রিয়তমা পত্নীর মৃত্যুতে কবি রোমান্টিক স্বপ্নবাসনার জগৎ থেকে সরে এসে বাস্তব জীবনের সুগভীর দুঃখ-পীড়ন-অনুভূতির রাজ্যে উপনীত হলেন। কবি সহসা জীবন ও মৃত্যুর স্বরূপ উপলব্ধি করলেন।
৯। বাংলা সাহিত্যে কাকে, কেন দেহাত্মবাদী (ভোগবাদী) কবি বলা হয় ?
উত্তরঃ বাংলা সাহিত্যে কাকে দেহাত্মবাদী(ভোগবাদী) কবি বলা হয়: বাংলা সাহিত্যে গোবিন্দচন্দ্র দাসকে দেহাত্মবাদী কবি বলা হয়।কেন দেহাত্মবাদী(ভোগবাদী) কবি বলা হয়: গোবিন্দচন্দ্র দাসকে ইংরেজ কবি সুইনবার্ণের তুলনা করা হয়।সুতীব্র জীবন-পিপাসা, দেহবাদ, ইন্দ্রিয়ানুগ শরীরী প্রেমের উপর আস্থা- এই সব কথাগুলোর মধ্যে দিয়ে দেহাত্মবাদী(ভোগবাদী) ভাবনা প্রকাশিত হয়েছে। তাই গোবিন্দচন্দ্র দাসকে দেহাত্মবাদী(ভোগবাদী) কবি বলা হয়।
১০। বিহারীলালের অনুসারী দুজন কবি ও তাঁদের একটি করে কাব্যের নাম লিখুন।
উত্তরঃ বিহারীলালের অনুসারী দুজন কবি ও তাঁদের একটি করে কাব্যের নাম:
ক। সুরেন্দ্রনাথ মজুমদার= মহিলাকাব্য(১ম খন্ড১৮৮০, ২য় খন্ড ১৮৮৩)
খ। অক্ষয়কুমার বড়াল= এষা(১৯১২)
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান