বাংলা নাটকে বিধায়ক ভট্টাচার্যের অবদান আলোচনা করো।
ভারতের একজন বিখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও নাট্যকার হলেন বিধায়ক ভট্টাচার্য ( ১৯০৭-৮৬ ) । তাঁর পিতার নাম হরিচরণ ভট্টাচার্য ও মাতার নাম ছিল সত্যবতী । বিধায়ক ভট্টাচার্য ছিলেন একজন কিংবদন্তী সফল মঞ্চ অভিনেতা ও নাট্যকার । বিধায়ক ভট্টাচার্য শান্তিনিকেতনে শিক্ষকতা করেন এবং তিনি রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিলেন । তিনি একাধিক চলচ্চিত্রেও সুনিপুণভাবে অভিনয় করেন । তিনি ছোটগল্প, উপন্যাস ও নাটক এই তিন মাধ্যমেই সাহিত্যচর্চা করলেও তিনি নাট্যকার হিসেবেই সফলতা অর্জন করেন । তিনি প্রায় পঁচিশটি নাটক রচনা করেন । বিধায়ক ভট্টাচার্যের প্রথম নাটক ‘মেঘমুক্তি’ (১৯৩৮) প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি জনসমাজে পরিচিতি লাভ করেন । এর পরের বছরই তাঁর দ্বিতীয় নাটক ‘মাটির ঘর’ (১৯৩৯) নাটকটি প্রকাশিত হলেন তিনি পাঠকমহলে সুখ্যাতি অর্জন করেন । এরপর একে একে তাঁর প্রকাশিত নাটক গুলি হল –
‘বিশ বছর আগে’ (১৯৪০), ‘তুমি ও আমি (১৯৪১), ‘রক্তের ডাক’ (১৯৪১), ‘চিরন্তনী ‘ (১৯৪২), ‘রাজপথ ‘ (১৯৪৯), ‘উজান যাত্রা’, ‘কান্না হাসির পালা’, ‘খেলাঘর’, ‘তাহার নামটি রঞ্জনা’, ‘নটী বিনোদিনী’, ‘এন্টনি কবিয়াল’, ‘ক্ষুধা’, ‘খবর বলছি’ ইত্যাদি ।
বিধায়ক ভট্টাচার্যের লেখা নাটক গুলির মূল বিষয় হয়ে উঠেছিল সামাজিক, পারিবারিক আবহ ও আবেগধর্মী ঘটনা । কলকাতার রঙমহল থিয়েটারে ১৯৩৮ সালে তাঁর প্রথম নাটক মেঘমুক্তি মঞ্চস্থ হলে তা দর্শকের মন কাড়ে । এর পর তাঁর অন্যান্য নাটক গুলিও বিপুল জনপ্রিয়তা লাভ করে । সাংবাদিক হিসেবেও তিনি বিশেষ সুনাম অর্জন করেছিলেন । ১৯৮৬ সালে বিধায়ক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গ রাজ্য “সঙ্গীত নৃত্য নাটক ও দৃশ্যকলা” পুরস্কার লাভ করেন । ১৫ নভেম্বর ১৯৮৬ সালে তিনি পরলোকগমন করেন ।
(বিষয় সংযুক্তিঃ নাট্য সাহিত্যে বিধায়ক ভট্টাচার্যের অবদান, বাংলা নাটকে বিধায়ক ভট্টাচার্যের অবদান আলোচনা, নবনাট্য আন্দোলনের ধারায় বিধায়ক ভট্টাচার্য্য, নাটক, বিধায়ক ভট্টাচার্যের তাহার নামটি রঞ্জনা নাটক, রক্তের ডাক, কান্না হাসির পালা নাটক, )
আরো দেখে রাখতে পারো👇👇👇
নাট্যসাহিত্যে উৎপল দত্তের অবদান
নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথের অবদান
নাট্যসাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান
নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান
নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্র-র অবদান
নাট্যসাহিত্যে মধুসূদন দত্ত-র অবদান
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান
প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান
প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান
কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান
কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান
কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান
উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান
বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান