রবীন্দ্রনাথের গ্রন্থ ও সেগুলি যাঁদের উৎসর্গ করা হয়েছে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ)] ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক,১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন] তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্য শুধু নয় বিশ্ব সাহিত্য রবীন্দ্রনাথের আলোকে আজ সমুজ্জ্বল। আজ আমরা রবীন্দ্রনাথের বিশেষ কিছু গ্রন্থ ও সেগুলি কাকে উৎসর্গ করা হয়েছে তা জানবো।
কাব্যগ্রন্থ :
মোট ৫৬ টি কাব্যগ্রন্থের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাব্যের উৎসর্গ এখানে দেওয়া হল ।
১। মালতীপুঁথি – কাদম্বরী দেবী (‘উপহারগীতি’ নামক কবিতায় ইঙ্গিত আছে)
২।ভগ্নহৃদয় – কাদম্বরী দেবী ( উৎসর্গ পত্রে উল্লেখ আছে ‘শ্রীমতী হে‘। কাদম্বরী দেবীর ছদ্মনাম ছিল হেকেটি। প্রাচীন গ্রিকদের দেবী হেকেটি। রবীন্দ্রনাথ সংক্ষেপে বলতেন ‘হে’। বিহারীলাল, জ্যোতিরিন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের প্রতি তার আকর্ষণের জন্য এই ত্রিমুন্ডী দেবীর অনুসরণ করে নামকরণ।)
৩।শৈশবসঙ্গীত – কাদম্বরী দেবী (ইঙ্গিত আছে)
৪। সন্ধ্যাসংগীত – কাদম্বরী দেবী (‘উপহার’ নামক কবিতায় ইঙ্গিত আছে)
৫।প্রভাতসঙ্গীত – ইন্দিরা দেবী (উৎসর্গ পত্রে ইন্দিরা দেবী এবং ইন্দিরা দেবীর ডাকনাম ‘বাবলা’ র উল্লেখ আছে)
৬। ছবি ও গান – কাদম্বরী দেবী (উৎসর্গ পত্রে ইঙ্গিত আছে)
৭।ভানুসিংহ ঠাকুরের পদাবলী – কাদম্বরী দেবী (উৎসর্গ পত্রে ইঙ্গিত আছে)
৮। কড়ি ও কোমল – সত্যেন্দ্রনাথ ঠাকুর ( এছাড়াও সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবীকে এই কাব্যের অন্তর্গত ‘মঙ্গল গীতি’ নামে একটি দীর্ঘ কবিতা এবং বন্ধু প্রিয়নাথ সেনকে ‘পত্র’ নামে একটি কবিতা উৎসর্গ করেন )
৯। মানসী – মৃণালিনী দেবী ( ‘উপহার’ কবিতায় ইঙ্গিত আছে)
১০। সােনার তরী – কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেন
১১। নদী – বলেন্দ্রনাথ ঠাকুর (বলেন্দ্রনাথ হলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র বীরেন্দ্র নাথ ঠাকুরের একমাত্র পুত্র)
১২। চৈতালি – পরাণ বল্লভ (জীবন দেবতা)
১৩। কণিকা – প্রমথনাথ রায়চৌধুরী
১৪। কথা ও কাহিনী – জগদীশচন্দ্র বসু
১৫। কাহিনী – রাধাকিশাের দেবমানিক্য ( ত্রিপুরার রাজা)
১৬। কল্পনা – শ্রীশচন্দ্র মজুমদার
১৭। ক্ষণিকা – লােকেন্দ্রনাথ পালিত
১৮। নৈবেদ্য – দেবেন্দ্রনাথ ঠাকুর
১৯। স্মরণ – মৃণালিনী দেবী
২০। উৎসর্গ – রেভারেন্ড সি. এফ. আনড্রজ
২১। খেয়া – জগদীশচন্দ্র বসু
২২।গীতাঞ্জলি – উইলিয়াম রদেনস্টাইন (বাংলা ‘গীতাঞ্জলি’ কাব্য কাউকে উৎসর্গ করা হয়নি। তবে ‘গীতাঞ্জলি’-র ইংরেজি অনুবাদ Song Offerings উৎসর্গ করা হয় উইলিয়াম রােদেনস্টাইনকে)
২৩। গীতালি – রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীকে (‘আশীর্বাদ’ কবিতায় ইঙ্গিত আছে)
২৪। বলাকা – উইলি পিয়ারস (রবীন্দ্রনাথের বন্ধু)
২৫। পূরবী – বিজয়াকে (এই বিজয়া হলেন ভিক্টোরিয়া ওকাম্পাে। ‘বিদেশি ফুল’, ‘অতিথি’, ‘শেষ বসন্ত’ এই তিনটি কবিতাও তাকে নিয়ে লিখেছেন)
২৬।. মহুয়া – ‘কোনাে এক অনামিকার উদ্দেশ্যে
২৭। বনবাণী – জগদীশচন্দ্র বসু.
২৮।পরিশেষ – অতুলপ্রসাদ সেন
২৯।পুনশ্চ – নীতুকে (রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যা মীরা দেবীর একমাত্র পুত্র নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে)
৩০। বিচিত্রিতা – চিত্রশিল্পী নন্দলাল বসুকে
৩১।শেষ সপ্তক – অমিয় চক্রবর্তী (এই কাব্যের ৪৩নম্বর কবিতাটি অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করা হয়েছে)
৩২। পত্রপুট – নন্দিতা ও কৃষ্ণ কৃপালানী (রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যা মীরা দেবীর একমাত্র কন্যা নন্দিতা। তার সঙ্গে বিবাহ হয় কৃষ্ণ কৃপালানীর)
৩৩। শ্যামলী – রানী মহলানবীশ ( রবীন্দ্রনাথের ভ্রমণসঙ্গী প্রশান্ত মহলানবিশ – এর স্ত্রী)
৩৪। খাপছাড়া – রাজশেখর বসু
৩৫। ছড়ার ছবি – বৌমাকে (রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের স্ত্রী
প্রতিমা দেবীকে)
৩৬।গল্পসল্প – নন্দিতাকে (রবীন্দ্রনাথের নাতনি)
৩৭।সেঁজুতি – ডাক্তার স্যার নীলরতন সরকারকে
৩৮।আকাশপ্রদীপ – আধুনিক বাংলা কবি সুধীন্দ্রনাথ দত্তকে
৩৯। রােগশয্যায় – দুটি নারীকে ( এই দুটি নারী হলেন নন্দিতা এবং অমিতা ঠাকুর। কারণ তারা দুজনে কবির অন্তিম কালে রুগ্ন কবির সেবায় নিবেদিত ছিলেন )
৪০। নবজাতক – অমিয় চক্রবর্তী
৪১। আরােগ্য – সুরেন্দ্রনাথ কর (ইনি একজন বিখ্যাত চিত্রশিল্পী)
৪২। শেষ লেখা – ভিক্টোরিয়া ওকাম্পাে (এই কাব্যের চতুর্থ ও পঞ্চম সংখ্যক কবিতা ভিক্টোরিয়া ওকাম্পােকে উৎসর্গ করে রচিত)
নাটক:
১। রুদ্রচন্ড – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
২। প্রকৃতির প্রতিশােধ – তােমাকে দিলাম ( অনুমান কাদম্বরী দেবী)
৩। মায়ার খেলা – সরলা রায়
৪। কালের যাত্রা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে
৫। তাসের দেশ – সুভাষচন্দ্র বসু।
৬।বিসর্জন – সুরেন্দ্রনাথ ঠাকুর (সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র)
৭।চিত্রাঙ্গদা (নৃত্যনাট্য) – অবনীন্দ্রনাথ ঠাকুর
৮। রাজা ও রানী – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (রবীন্দ্রনাথের বড় দাদা)
৯।ফাল্গুনী – দিনেন্দ্রনাথ ঠাকুর( রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ-এর নাতি)
১০। বসন্ত – নজরুল ইসলাম
১১।গােড়ায় গলদ – প্রিয়নাথ সেন (রবীন্দ্রনাথের অন্তরঙ্গ বন্ধু)
১২। অচলায়তন – ঐতিহাসিক যদুনাথ সরকারকে
উপন্যাস :
১। বউ ঠাকুরানীর হাট – সৌদামিনী দেবী
২। গােরা – রথীন্দ্রনাথ ঠাকুর
৩। ঘরে বাইরে – প্রমথ চৌধুরী
৪। দুই বােন – রাজশেখর বসু
গদ্য – প্রবন্ধ :
১। য়ুরােপ প্রবাসীর পত্র – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
২।য়ুরােপ যাত্রীর ডায়েরী – লােকেন্দ্রনাথ পালিত
৩।পঞ্চভূত – জগদিন্দ্রনাথ রায় বাহাদুর
৪।ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী – রানু অধিকারী।
৫।জাপানযাত্রী – রামানন্দ চট্টোপাধ্যায়
৬।রাশিয়ার চিঠি – সুরেন্দ্রনাথ কর
৭।ছন্দ – দিলীপকুমার রায়
৮। সাহিত্যের পথে – অমিয়চন্দ্র চক্রবর্তী
রবীন্দ্রনাথ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নীচে দেওয়া হলঃ
- ১ম স্বাক্ষরিত কবিতা – হিন্দুমেলার উপহার (১৮৭৪)।
- ১ম মুদ্রিত কবিতা – অভিলাষ (তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত)।
- ১ম রচিত লাইন – মীনগণ দীন হয়ে ছিল সরোবরে / এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে
- ১ম প্রকাশিত কাব্যগ্রন্থ – কবিকাহিনী (১৮৭৮)। [ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত]
- ১ম রচিত কাব্যগ্রন্থ – বনফুল(১৮৮০)। [জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত। এই কাব্যগ্রন্থটি তিনি লিখেছিলেন প্রকাশের চার বছর পূর্বে ১৮৭৬ সালে; কবির বয়স যখন মাত্র ১৫ তখন। কিন্তু কাব্যগ্রন্থটি প্রকাশের সময় কবির বয়স ছিল ১৯ বছর]
- ১ম রচিত উপন্যাস – করুণা (১৮৭৭)।
- ১ম প্রকাশিত উপন্যাস – বউ ঠাকুরানীর হাট(১৮৮৩)।
- ১ম প্রবন্ধ – বিবিধ প্রসঙ্গ (১৮৮৩)।
- ১ম নাটক – বাল্মীকি প্রতিভা (১৮৮১)।
- ১ম সম্পাদিত পত্রিকা – সাধনা (১৮৯৪)।
- ১ম গল্প – ঘাটের কথা।
- শেষ গল্প – মুসলমানীর গল্প।
- আত্মজীবনীমূলক গ্রন্থ – জীবনস্মৃতি (১৯১২)
- ১ম ছোটগল্প – ভিখারিনী (১৮৭৭)।
- শেষ ছোটগল্প – ল্যাবরেটরি (১৯৪০)।
- ১ম গল্পসংগ্রহ – ছোটগল্প (১৮৯৩)।
- ১ম গদ্য – য়ুরোপ প্রবাসীর পত্র (১৮৮১)।
প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান
প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান