[বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের কৃতিত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো এবং তার ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে উল্লেখ করো, ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান, রবীন্দ্রনাথের প্রেমমূলক গল্প, রবীন্দ্রনাথের নিসর্গ ও মানব সম্পর্কিত গল্প, রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্প, রবীন্দ্রনাথের সমাজ সমস্যামূলক গল্প, ইদ্যাদি সম্পর্কে আলোচনা করা হল। একাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাস এর প্রশ্নোত্তর এখানে পাওয়া যাবে। ]
বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো।
বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদানঃ
রবীন্দ্রনাথ বাংলা ছোটগল্পের রূপকার । তাঁর হাতেই বাংলা ছোটগল্পের সার্থক রূপটি পরিস্ফুট হয়ে ওঠে । ১৯২৮ খ্রিস্টাব্দে ‘সাধনা’ পত্রিকায় তিনি ছোটগল্প লিখতে শুরু করেন । তাঁর আগেও অবশ্য তিনি গল্প লিখেছেন । তবে বাংলা ছোটগল্প যে পাশ্চাত্য গল্পের কাছে ঋণী , এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও এডগার অ্যালান পো-র বিদেশি সাহিত্যিকের সৃষ্টির কথা সাহায্য গ্রহণ করেছিলেন ।
রবীন্দ্রনাথের ছোটগল্পগুলি দু’টি পর্বে বিভক্ত করে আলোচনা করা উচিত । প্রথম পর্বের গল্পগুলিতে পদ্মাতীরবর্তী উত্তরবঙ্গের গ্রামীণ মানুষের জীবনই প্রধানত প্রতিফলিত হয়েছে । আর দ্বিতীয় পর্বে সবুজপত্রে প্রকাশিত গল্পগুলিতে ভাব , বিষয় ও রূপকল্পে সম্পূর্ণ নতুনত্ব লক্ষ করা যায় ।
বিষয়বস্তু অনুসারে রবীন্দ্রনাথের ছোটগল্পগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় । যেমন —
ক) সমাজ সমস্যামূলক গল্প — ‘দান-প্রতিদান’ , ‘দেনা-পাওনা’ , ‘ছুটি’ , ‘হৈমন্তী’ , ‘পুত্রযজ্ঞ’ , ‘পোস্ট মাস্টার’ , ‘কর্মফল’ , ‘কাবুলিওয়ালা’ প্রভৃতি।
খ) প্রেমমূলক গল্প — ‘একরাত্রি’ , ‘মাল্যদান’ , ‘মহামায়া’ , ‘সমাপ্তি’ , ‘মধ্যবর্তিনী’ , ‘নষ্টনীড়’ প্রভৃতি ।
গ) নিসর্গ ও মানব সম্পর্কিত গল্প — ‘অতিথি’ , ‘বলাই’ , ‘মেঘ ও রৌদ্র’ , ‘আপদ’ প্রভৃতি।
ঘ) অতিপ্রাকৃত গল্প — ‘গুপ্তধন’ , ‘জীবিত ও মৃত’ , ‘কঙ্কাল’ , ‘ক্ষুধিত পাষাণ’ , ‘নিশিথে’ , ‘মণিহারা’ প্রভৃতি।
‘সমাপ্তি’ , ‘মধ্যবর্তিনী’ , ‘দৃষ্টিদান’ , প্রভৃতি গল্প যেন এক একটি গীতিকবিতার রেশে অনুরণিত, জীবনসত্যের এক একটি লীলারহস্য যেন ঘটনার পত্রাবরণের পদ্মের ন্যায় বিকশিত । বাঙালি জীবনের ছোটখাট আশা-নৈরাশ্যের দ্বন্দ্ব , আনন্দ-বেদনার মৃদু স্বপ্ন কল্পনা ও সুকোমল বাস্তব স্পর্শ এই গল্পগুলিতে কখনও কৌতুক স্নিগ্ধ , কখনও অশ্রু-করুণ পরিণতিতে ক্লান্ত অঙ্গসৌষ্ঠব লাভ করেছে ।
‘ছুটি’ , ‘অতিথি’ , ‘একরাত্রি’ , ‘পোস্টমাস্টার’ প্রভৃতি গল্পগুলি প্রকৃতি মানবপ্রাণের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে । গল্পের রহস্যলোকের প্রভাব লক্ষণ দেখা যায় । তাঁর প্রেমের গল্প গুলিতে প্রেম , সৌন্দর্য ও কল্পনার বিচিত্র সমন্বয় ঘটেছে । ‘ক্ষুধিত পাষাণ’ , ‘কঙ্কাল’ প্রভৃতি ভৌতিক সংস্কারের উপর রচিত গল্পগুলিতে মানব জীবনের রহস্য সুন্দরভাবে প্রকাশিত হয়েছে । ‘রবিবার’ , ‘শেষকথা’ , ‘ল্যাবরেটরি’ প্রভৃতি গল্পে আধুনিক জীবনের বিভিন্ন জটিল দিক তুলে ধরেছেন । এভাবেই রবীন্দ্রনাথ বাংলা ছোটগল্পকে নানা বিষয়বৈচিত্র্য পরিপূর্ণ করে তুলেছেন ।
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান