You are currently viewing শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |Sarat Chandra Chattopadhyay

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |Sarat Chandra Chattopadhyay

(আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব, ‘বড়দিদি’, ‘দেবদাস’, ‘পরিণীতা'(১৯১৪) , ‘দত্তা’ , ‘দেনাপাওনা’, প্রভৃতি উপন্যাস শরৎচন্দ্রের প্রেমমূলক উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস — শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস, ‘শ্রীকান্ত’, রাজনৈতিক উপন্যাস, ‘পথের দাবী’,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তাত্ত্বিক উপন্যাস,’গৃহদাহ’, ‘চরিত্রহীন্‌ ও ‘শেষ প্রশ্ন’, সামাজিক উপন্যাস ‘পল্লীসমাজ’ আজকের আলোচিত বিষয়।)

ঔপন্যাসিক শরৎচন্দ্রের অবদানঃ-


রবীন্দ্র সমকালীন বাংলা কথাসাহিত্যিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ছিলেন শরৎচন্দ্র । ১৯০৩ খ্রিস্টাব্দে ‘কুন্তলীন’ পুরস্কার প্রাপ্ত ‘মন্দির’ গল্পের মধ্য দিয়ে তাঁর সাহিত্য জগতে প্রবেশ ।
বিষয়বস্তুর ওপর নির্ভর করে শরৎচন্দ্রের উপন্যাসগুলিকে নিম্নলিখিত কয়েকটি পর্যায়ে ভাগ করা যায় —
ক) পারিবারিক উপন্যাস — শরৎচন্দ্রের এই পর্যায়ের উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘বিন্দুর ছেলে’ , ‘মেজদিদি’ , ‘নিষ্কৃতি’ , ‘বৈকুণ্ঠের উইল’ ইত্যাদি । পারিবারিক দ্বন্দ্ব-জটিলতা , নারী মনস্তত্ত্ব, বিবিধ বৈষম্য এই উপন্যাসগুলিতে স্থান পেয়েছে ।
খ) প্রেমমূলক উপন্যাস — ‘বড়দিদি'(১৯১৩) , ‘দেবদাস'(১৯১৭) , ‘পরিণীতা'(১৯১৪) , ‘দত্তা’ , ‘দেনাপাওনা'(১৯২৩) প্রভৃতি উপন্যাস হল শরৎচন্দ্রের কয়েকটি বিখ্যাত প্রেমমূলক উপন্যাস ।
গ) আত্মজীবনীমূলক উপন্যাস — শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হল ‘শ্রীকান্ত'(১৯১৭,১৯১৮,১৯২৭,১৯৩৩) ।
ঘ) রাজনৈতিক উপন্যাস — ‘পথের দাবী'(১৯২৬) হল শরৎচন্দ্রের একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাস । একদা নিষিদ্ধ ঘোষিত হওয়া এই উপন্যাসটিতে সহিংস বিপ্লব শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হয়েছে ।
ঙ) মনস্তাত্ত্বিক উপন্যাস — তাঁর মনস্তাত্ত্বিক উপন্যাসগুলি হল ‘গৃহদাহ'(১৯২০) , ‘চরিত্রহীন'(১৯১৭) ও ‘শেষ প্রশ্ন'(১৯৩১) ।
চ) সামাজিক উপন্যাস — ‘পল্লীসমাজ’(১৯১৬) শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস । এই উপন্যাসে কথাশিল্পী গ্রাম্য সমাজপতিদের দলাদলি , হিংসা , স্বার্থপরতা , সম্পত্তির জন্য লোলুপতা ইত্যাদি তুলে ধরেছেন ।
তাঁর কাহিনিগুলি নিতান্তই ঘরোয়া । চরিত্র গুলি অতিসাধারণ ও স্বচ্ছন্দ্য গতিতে বিন্যস্ত । শরৎচন্দ্রের উপন্যাসের একটি প্রধান গুণ পারিবারিক জীবনের স্নেহ প্রেমকে তির্যকতা দান । নিষিদ্ধ প্রেমের আলোচনা , সাধবা ও বিধবার প্রেমের মূল্য নির্ণয় , হতভাগ্য মানুষের প্রতি গভীর সহানুভূতি , মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক দুর্দশার চিত্র , সমাজে নির্যাতিত নারীর প্রতি করুণা , শিশু ও কিশোর চরিত্র নির্মাণ প্রভৃতি বিষয়ে তাঁর অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া যায় ।

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

Leave a Reply