You are currently viewing টি. এস. এলিয়ট PDF || অনুবাদ ও অনুষঙ্গ  ( আন্তর্জাতিক সাহিত্য ) WBSLST Bengali  

টি. এস. এলিয়ট PDF || অনুবাদ ও অনুষঙ্গ ( আন্তর্জাতিক সাহিত্য ) WBSLST Bengali  

টি. এস. এলিয়ট (১৮৮৮-১৯৬৫) T. S. Eliot

টি. এস. এলিয়ট PDF || অনুবাদ ও অনুষঙ্গ ( আন্তর্জাতিক সাহিত্য ) T. S. Eliot

পিতা -হেনরি এলিয়ট   

মাতা -শার্লট স্ট্রানস 

পুরো নাম-  টমাস স্টেয়ার্ন্‌স এলিয়ট । 

 ইংরেজি ভাষার একজন , কবি, নাট্যকার সাহিত্য সমালোচক এবং  বিংশ শতকের অন্যতম প্রতিভাশালী কবি। তিনি ১৮৮৮ সালে যুক্তরাষ্ট্রের মিশৌরির সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। তবে মাত্র ২৫ বছর বয়সে ১৯১৪ সালে ইংল্যান্ডে চলে যান এবং ১৯২৭ সালে ৩৯ বছর বয়সে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন। তিনি আর কখনো আমেরিকা ফিরে যান নি। এজরা পাউন্ড ছিলেন টমাস স্টেয়ার্ন্‌স এলিয়ট এর ঘনিষ্ঠ বন্ধু, তিনিই তাকে সাহিত্য রচনায় উৎসাহিত করেন ।ইলিয়ট ১৯১৫ সালের দিকে তার কবিতা ‘দি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক’ এর মাধ্যমে সবার নজর কাড়েন। এই কবিতার পরে তার ঝুলি থেকে একে একে বের হয় বিশ্ববিখ্যাত সব কবিতা। 

“The Waste Land” জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন ১৯৪৮। “দ্যা ওয়েস্ট ল্যান্ড” কবিতায় তিনি “Indian Literature & Philosophy” এর অনুপ্রবেশ ঘটিয়েছেন।

টি এস এলিয়ট রচিত কাব্যগ্রন্থ :

  • প্রথমকাব্যগ্রন্থ –The Love Song of J. Alfred Prufrock 1915
  • The Waste Land ১৯২২(৫টি সেকশন আছে #The burial of the dead  #A Game of chess #The fire sermon  #Death by Water #What the Thunder said )
  • #The waste land কাব্যটি উৎসর্গ করেন এজরা পাউন্ডকে।  
  • The Hollow Men ১৯২৫
  • Ash Wednesday ১৯৩০
  • The Four Quartets ১৯৪৩
  • Rhapsody On a Windy Night.

টি এস এলিয়ট রচিত নাটক :

  • Sweeny Agonists ১৯৩২
  • The Rock ১৯৩৪
  • Murder in the Cathedral ১৯৩৫(ঐতিহাসিক নাটক )
  • The Family Reunion ১৯৩৯
  • The Cocktail Party ১৯৫০
  • The Confidential Clerk ১৯৫৪
  • The Elder Statesman ১৯৫৯

টি এস এলিয়ট রচিত প্রবন্ধ : 

  • The Sacred Wood ১৯২০(প্রথম প্রবন্ধ সংকলন )
  • Homage to John Dryden ১৯২৪
  • Selected Essays ১৯১৭-৩২(নির্বাচিত প্রবন্ধ )

সবচেয়ে উল্লেখযোগ্য প্রবন্ধ -Tradition and The Individual Talent

  • For Lancelot Andrews ১৯২৮
  • The Use of Poetry and the use of Criticism
  • After Strange Gods ১৯৩৪
  • Elizabeth Essays ১৯৩৪
  • The Idea of Christian Society ১৯৩৯

সমাজ সমালোচনামূলক প্রবন্ধ-

  • Notes Towards a Definition of Culture ১৯৪৮ Poetry and Poets ১৯৫৭
  • To Criticize the Critics ১৯৬৫
  • Tradition and Individual Talent 

সমালোচনা প্রবন্ধ-

দেখে নাও 👉 আর্নেস্ট হেমিংওয়ে /অনুবাদ ও অনুষঙ্গ ( আন্তর্জাতিক সাহিত্য )
  • Reflections on verse Libre
  • Hamlet and His problems
  • The perfect critic The Metaphysical poets 

বাংলা টি. এস. এলিয়ট এর সাহিত্যে প্রভাব:

১. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি” এবং পুনশ্চ” কাব্যগ্রন্থেরবেশ কিছু কবিতায় এলিয়টের “Murder in Cathedral” নাটকের প্রভাব লক্ষ করা যায়।রবীন্দ্রনাথ ঠাকুরের “তীর্থযাত্রী” কবিতাটি টি এসএলিয়টের “ The Journey of the Magi” -র অনুবাদ।

২. এলিয়ট প্রভাবিত বিশ শতকের প্রথম দিকের বাঙালি কবি হলেন বিষ্ণু দে।বিষ্ণু দে কে বাংলা সাহিত্যের এলিয়ট বলা হয়।‌

৩.সুধীন্দ্রনাথ দত্তের “উটপাখি” কবিতায় কবিতাতেও এলিয়টের “The Waste Land” কাব্যগ্রন্থের ছায়াপাত ঘটেছে।

৪.জীবনানন্দ দাশের “আট বছর আগের একদিন” কবিতায়।জীবনানন্দ দাশের “রাত্রি” কবিতায় এলিয়টের “Sweeney Erect” কবিতার প্রভাব সুস্পষ্ট।

৫.অমিয় চক্রবর্তীর “ঘর” কবিতার সাথে সাদৃশ্য পাওয়া যা এলিয়টের “Burnt Norton” কবিতার সাথে।

৬.বুদ্ধদেব বসুর “দময়ন্তী” কাব্যগ্রন্থের “চলচ্চিত্র” কবিতায়“ The Hollow Men” -এর যথেষ্ট প্রভাব লক্ষ করা যায়।

৭.এলিয়টের “A Heap of Broken Image” -এর চিত্র ফুটে উঠেছে দীনেশ দাসের “ভাঙা চাঁদ” কবিতায়।

Important SAQ question 

  1. টি এস এলিয়টের পুরো নাম কী ? ( টমাস স্টেয়ার্ন্‌স এলিয়ট)
  2. এলিয়ট তার কোন রচনার জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান ? ( The Waste Land ১৯২২)
  3. বাংলার এলিয়ট কোন লেখককে বলা হয় ? (বিষ্ণু দে) 
  4. এলিয়টের জন্ম ও মৃত্যুসাল লেখো। ( জন্ম -১৮৮৮; মৃত্যু -১৯৬৫)
  5. সুধীন্দ্রনাথ দত্তের “উটপাখি” কবিতায় সাথে এলিয়টের কোন রচনার সাদৃশ্য রয়েছে? ( কাব্যগ্রন্থ -The Waste Land)
  6. জীবনানন্দের রাত্রি এবং আট বছর আগে একদিন কবিতায় এলিয়টের কোন রচনার প্রতিচ্ছবি দেখা যায় ? ( Sweeny Erect)
  7. তিনি কোন ভাষায় সাহিত্য রচনা করেছেন? ( ইংরেজি ভাষায়)
  8. টি এস এলিয়টের একটি বিখ্যাত নাটকের নাম লেখো । ( Murder in the Cathedral ১৯৩৫)

টি. এস. এলিয়ট অনুবাদ ও অনুষঙ্গ ( আন্তর্জাতিক সাহিত্য)  PDF Download👇

আরো দেখে রাখতে পারো👇👇👇

নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথের অবদান

নাট্যসাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান

নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান

নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্র-র অবদান

নাট্যসাহিত্যে মধুসূদন দত্ত-র অবদান

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

Leave a Reply