রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ করো। প্রতি বিভাগের একটি করে কাব্য গ্রন্থের নাম লেখ।
অথবা,
প্রবণতা অনুসারে রবীন্দ্র কাব্যধারার পর্ব-বিভাগ করে, প্রতি ধারার একটি করে উদাহরণ দাও ।
উত্তর: রবীন্দ্রনাথের কাব্য গ্রন্থগুলিকে নিম্নলিখিত পর্বে বিভক্ত করা যায় । পর্বগুলি হল –
১) সূচনাপর্ব : (১৮৭৮-৮২ খ্রি.) এই পর্বের রচনা হল- ‘কবিকাহিনী’ । এই পর্বের কাব্য কবিতায় বিহারীলাল চক্রবর্তী, অক্ষয়চন্দ্র চৌধুরী প্রমুখ কবির রচনার প্রভাব লক্ষ্য করা যায় ।
২) উন্মেষপর্ব : (১৮৮২-৮৬ খ্রি.): এই পর্বের কাব্য হল – ‘সন্ধ্যাসংগীত’ । এই সময়ের কাব্যগুলিতে মাটির পৃথিবীর কথা মুখ্য হয়ে উঠেছে ।
৩) ঐশ্বর্য পর্ব : (১৮৯০-৯৬ খ্রি.) এই পর্বের রচনা হল – ‘মানসী’ । ৩০-৩৫ বছর বয়সে লেখা এই কা প্রেম ও প্রকৃতির ছবি এঁকেছেন ।
৪) অন্তর্বর্তীপর্ব : (১৯০০-১৯১৩ খ্রি.)
এই পর্বের একটি কাব্য গ্রন্থ হল – ‘নৈবদ্য’ । এই পর্বের কাব্য গুলিতে রবীন্দ্রনাথ নিসর্গ,প্রেম, সৌন্দর্য ও জীবনদেবতার ভাবনায় ভাবিত হয়েছেন ।
৫) গীতাঞ্জলিপর্ব : (১৯১০-১৯১৫ খ্রি.) এই পর্বের একটি রচনা হল – ‘গীতাঞ্জলি’ । এই পর্বে কবি সম্পুর্নভাবে তাঁর অন্তর্দেবতাকে প্রিয়তম বন্ধুরূপে বিভিন্ন মানবরসের মধ্য দিয়ে উপলব্ধি করেছেন ।
৬) বলাকা পর্ব : (১৯১৬-১৯২৯ খ্রি.) এই পর্বের একটি রচনা হল – ‘বলাকা’ । এই কাব্যগুলিতে রবীন্দ্রনাথের প্রৌঢ় জীবনের দার্শনিক দিকটি ধরা পড়েছে ।
৭) শেষপর্ব বা অন্ত্যপর্ব : (১৯২৯-১৯৪১ খ্রি.) এটি রবীন্দ্র কাব্য গ্রন্থের শেষ পর্ব । এই পর্বের একটি কাব্য গ্রন্থ হল – ‘নবজাতক’ । এ পর্বে তাঁর প্রজ্ঞা ও বাস্তব চেতনার মধ্যে এক ঐক্যবোধ গড়ে উঠেছে । মৃত্যু সম্পর্কে তাঁর বিশেষ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ।
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান