You are currently viewing কাব্য সাহিত্যের ইতিহাস MCQ প্র্যাকটিস সেট। SLST নবম-দশম বাংলা

কাব্য সাহিত্যের ইতিহাস MCQ প্র্যাকটিস সেট। SLST নবম-দশম বাংলা

কাব্য সাহিত্যের ইতিহাস MCQ প্র্যাকটিস সেট , MCQ of bengali competitive exam. , এর মধ্যে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম , যতীন্দ্রনাথ সেনগুপ্ত , জীবনানন্দ দাশ , সুভাষ মুখোপাধ্যায় , বুদ্ধদেব বসু, বিষ্ণু দে , শক্তি চট্টোপাধ্যায় , তাদের কাব্য ও রচনা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়। , সিলেবাসের কিংবা SLST, SSC , WBRLST, WBTET প্রভৃতি প্রতিযোগিতার জন্য বাংলা ব্যাকরণ বা bengali grammer mcq, bengali grammer practice এর জন্য ধ্বনি ও বর্ণ , দল , অক্ষর কাকে বলে, কত প্রকার অ তাদের সম্পর্কে ধারণার মূল্যায়ন করতে এই ব্যাকরণ ক্যুইজ, ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট, এর আয়োজন সাহিত্যের ইতিহাস MCQ প্র্যাকটিস সেট, Bengali grammer mcq question answer, bengali grammer mcq pdf যুক্ত করা হবে এর সঙ্গে । SSC bengali,SLST নবম-দশম বাংলা পরীক্ষার্থী ভীষণভাবে উপকৃত হবেন আশা করি।

বিষয়ঃ আধুনিক বাংলা কাব্য সাহিত্য(SLST/নবম-দশম)

 নির্ধারিত সময়ঃ ৩০ মিনিট  

তোমার নির্ধারিত ৩০ মিনিট সময় শেষ হয়ে গেছে ।

ধন্যবাদ । 


সাহিত্যের ইতিহাস / কাব্য-সাহিত্য

আধুনিক বাংলা কাব্য সেট ২

1 / 30

কালানুক্রমিক সাজালে নীচের কোনটি সঠিক ?

2 / 30

বিষ্ণু দে তাঁর কোন কাব্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান ?

3 / 30

নজরুল ইসলামের কাব্য সংকলন ' সঞ্চিতা' কবে প্রকাশিত হয় ?

4 / 30

Song Offerings (গীতাঞ্জলি) -- এর ভূমিকা লিখেছিলেন

5 / 30

"রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা (----------)  খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে।"  ----- কয়টি খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে  ?

6 / 30

'সুতীর্থ' উপন্যাসটি কোন বিখ্যাত কবির রচনা ?

7 / 30

মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন কাব্যে অমিত্রাক্ষর ছন্দ  প্রয়োগ করেছিলেন ?

8 / 30

''সবুজের অভিযান", "শঙ্খ", "ছবি", "শা-জাহান" --- কবিতাগুলি রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্ভুক্ত ?

9 / 30

রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে "প্রৌঢ় ঋতুর ফসল" বলা হয় ?

10 / 30

মাসিক বসুমতীতে (১৯৪৯)বিপ্রতীপ গুপ্ত’ ছদ্মনামে তিনি স্মৃতিকথা’ নামে  আত্মজীবনী প্রকাশ করেন। --- কোন কবির সম্পর্কে বলা হচ্ছে ?

11 / 30

কোন কবিকে রবীন্দ্রনাথ " প্রত্যুষের শুকতারা " বলে অভিহিত করেছেন ?

12 / 30

"ঘুম জাগানো পাখি"  , "ঘুম পাড়ানি মাসি পিসি" " সাত ভাই চম্পা" -- ছোটোদের এই কবিতার বইগুলির রচয়িতা হলেনঃ--

13 / 30

'মরচে পড়া পেরেকের গান' কাব্যগ্রন্থটির রচয়িতা হলেনঃ---

14 / 30

‘এলিয়েটের কবিতা’  ‘মাও সে তুং-এর কবিতা’  -- এই দুটি অনুবাদ কাব্যের রচয়িতা হলেনঃ

15 / 30

তাঁকে ‘সঞ্চিতা’ উৎসর্গ করতে চেয়েছিলেন নজরুল। লিখেছিলেন – ‘আপনি বাংলার মুসলিম নারীদের রাণী, আপনার অসামান্য প্রতিভার উদ্দেশ্যে সামান্য কবির অপার শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ‘সঞ্চিতা’ আপনার নামে উৎসর্গ করিয়া ধন্য হইতে চাই। আশা করি এজন্য আপনার আর সম্মতি পত্র লইতে হইবে না। আমি ক্ষুদ্র কবি, আমার জীবনের সঞ্চিত শ্রেষ্ঠ ফুলগুলি দিয়া পুষ্পাঞ্জলী অর্পণ করা ব্যতীত আপনার প্রতিভার অন্য কী সম্মান করিব?’ --- সেই নারী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন । এরপর নজরুল ইসলাম কাকে তাঁর "সঞ্চিতা" উৎসর্গ করেন ?

16 / 30

'স্ফুলিঙ্গ সমাদ্দার' কার ছদ্মনাম ?

17 / 30

পিতা সত্যানন্দ, মাতা কুসুমকুমারী আর তাঁর জন্ম ১৮৯৯ ইং ।---  কোন কবির কথা বলা হচ্ছে এখানে ?

18 / 30

Song Offerings (গীতাঞ্জিলি) ১৯১২ খ্রিষ্টাব্দের শেষের দিকে লন্ডনে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। --- কোন প্রকাশনা থেকে ?

19 / 30

মাইকেল মধুসূদন দত্তর প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?

20 / 30

" প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন বন্দী করি’ রচেছো আমায়-/
নির্মম নির্মাতা মম! এ কেবল অকারণ আনন্দ তোমার!" --- বিখ্যাত কোন কবিতার লাইন  ?

21 / 30

'আমাকে জাগাও''মানুষ বড়ো কাঁদছে' কাব্যদুটির রচয়িতা হলেনঃ-

22 / 30

কবি বিহারীলাল কী নামে নিজে স্বাক্ষর করতেন ?

23 / 30

বাংলাদেশের রণসংগীত “চল চল চল, উর্ধ গগণে বাঝে মাদল” কোন কাব্য থেকে নেয়া হয়ছে ?

24 / 30

আট বছর বয়সে রবীন্দ্রনাথ কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তাঁর "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা। ---- কোন পত্রিকায় সেটি প্রকাশিত হয় ?

25 / 30

নজরুল ইসলামের কাব্যগুলিকে কালাক্রমিক সাজালে নীচের কোনটি সঠিকঃ--

ফণিমনসা, ভাঙ্গার গান, অগ্নিবীণা , প্রলয়শিখা

26 / 30

‘চেরাপুঞ্জির থেকে, একখানি মেঘ ধার দিতে পার গোবি-সাহারার বুকে ?’  -- বিখ্যাত এই উক্তিটি কোন কবির লেখা ?

27 / 30

 “যেতে পারি কিন্তু কেন যাবো” কাব্য গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় কোন পুরস্কারে সম্মানিত হনঃ-

28 / 30

“সূর্যাস্ত কালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মত সারদামঙ্গলের সোনার শ্লোকগুলি বিবিধরূপের আভাস দেয়। কিন্তু কোন রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ণ পূরবী রাগিণী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে। ”  --- বিহারীলাল সম্পর্কে এই উক্তিটি রবীন্দ্রনাথ কোন গ্রন্থের কোন প্রবন্ধে লিখেছিলেন ?

29 / 30

বিহারীলাল চক্রবর্তী সম্পাদিত মাসিক পএিকাটির নাম হল;--

30 / 30

বিষ্ণু দে-র প্রথম কাব্য গ্রন্থের নাম কী ?

Your score is

0%

আরো দেখে রাখতে পারো👇👇👇

নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথের অবদান

নাট্যসাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান

নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান

নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্র-র অবদান

নাট্যসাহিত্যে মধুসূদন দত্ত-র অবদান

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

Leave a Reply