You are currently viewing বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান / Mohitlal Majumdar

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান / Mohitlal Majumdar

দেহবাদী ও ভোগবাদী কবি হিসেবে পরিচিত মোহিতলাল মজুমদার রবীন্দ্র- সমসাময়িক কবি হলেও তাঁর কাব্যে স্বাতন্ত্রের পরিচয় পাওয়া যায় । কবি মোহিতলাল মজুমদার ১৮৮৮ জন্ম গ্রহন করেন এবং  ১৯৫২ সালে পরলোক গমণ করেন । তাঁর কাব্য রচনার প্রারম্ভিক স্তরে রবীন্দ্রনাথ ও সত্যেন্দ্রনাথের প্রভাব লক্ষিত হলেও পরবর্তীকালে তিনি রবীন্দ্র-বিরোধী কাব্য ভাবনায় ভাবিত হয়ে কল্লোল গোষ্ঠীতে যোগদান করেন ।
   কবি মোহিতলাল মজুমদারের কবি প্রতিভা ও কাব্য বৈশিষ্ট্য খুব সংক্ষেপে নীচে তুলে ধরা হল । 


 বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান , কবি প্রতিভা ও কাব্য বৈশিষ্ট্য :  


১। তাঁর কাব্য রচনায় বেদান্ত সর্বস্ব সাহিত্যের একনিষ্ঠতা লক্ষ্য করা যায় ।
২। একদিকে যেমন প্রেম- সৌন্দর্য্য – রোমান্টিকতা – আধ্যাত্মিক অনুভূতির স্পন্দন রয়েছে , তেমনি ইন্দ্রিয়াসক্ত তীব্র কায়াসাধনার দ্বারা ভোগ সর্বস্ব দেহাত্মবাদ ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তাঁর কাব্যকে সমৃদ্ধ করেছে ।
৩। ক্লাসিক ও রোমান্টিকতার সমন্বয়ে ভাবগম্ভীর মননশীল প্রকাশভঙ্গি বলিষ্ঠ রূপে বিশেষ করে তাঁর সনেট গুলিতে প্রকট হয়ে উঠেছে ।
৪। ছন্দ ও অলঙ্কারে পারদর্শী কবির কবিতার ভাষা একইসঙ্গে ওজস্বী ও প্রাঞ্জল ।


  মোহিতলাল মজুমদারের কাব্য সমূহ : 

মোহিতলাল মজুমদারের কাব্য দেবেন্দ্রমঙ্গল ১৬টি সনেট নিয়ে প্রকাশিত হয় ১৯২২ সালে ।  স্বপনপসারী (১৯২২) ,  বিস্মরণী” (১৯২৭) ,  স্মরগরল (১৯৩৬) , হেমন্ত গোধূলি (১৯৪১) , তার সর্বশেষ কাব্যগ্রন্থ ‘ ছন্দচতুর্দশী ’ ৫৪ টি সনেট নিয়ে প্রকাশিত হয় ১৯৫১ সালে ।

◼️ পরবর্তীকালে তিনি “শনিবারের চিঠি”র মাধ্যমে রবীন্দ্র-বিরোধী গোষ্ঠীর সমালোচক রূপে ‘শ্রী সত্যসুন্দর দাস’ , ‘কৃত্তিবাস ওঝা’  ও ‘সব্যসাচী’ ছদ্মনামে কয়েকটি সমালোচনামূলক প্রবন্ধ রচনা করেন । 


মোহিতলাল মজুমদারের সমলোচনামূলক প্রবন্ধ :

“আধুনিক বাংলা সাহিত্য” (১৯৩৬) , ” বাংলা কবিতার ছন্দ” (১৯৪৫), “কবি শ্রীমধুসূদন” (১৯৪৭),     “সাহিত্য বিচার” (১৯৪৭), “বাংলা ও বাঙালী”(১৯৫১) ,  “কবি রবীন্দ্রনাথ ও রবীন্দ্র কাব্য”(১৯৫২/১৯৫৩ দুই খন্ডে) ইত্যাদি।                

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

Leave a Reply