You are currently viewing  ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটির রচয়িতা কে ?  তিনি কী উপাধি পান ? তাঁর কাব্যের পরিচয় দাও ।

 ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটির রচয়িতা কে ?  তিনি কী উপাধি পান ? তাঁর কাব্যের পরিচয় দাও ।

প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটির রচয়িতা কে ?  তিনি কী উপাধি পান ? তাঁর কাব্যের পরিচয় দাও ।

অথবা, গুণরাজ খান কে ? কে, কেন তাকে এই উপাধি দেন ? তাঁর কাব্যের পরিচয় দাও ।

উত্তর : ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটি  পঞ্চদশ শতাব্দীতে মালাধর বসু রচনা করেন । এটি বাংলা সাহিত্যে প্রথম সাল তারিখযুক্ত গ্রন্থ ।

  ‘শ্রীকৃষ্ণবিজয়’ এর রচনাকার মালাধর বসু ‘গুণরাজ খান’ উপাধি পান । নবাব রুকনুদ্দিন বরবক শাহ তাঁকে ভাগবতের অনুবাদ গ্রন্থ ‘শ্রীকৃষ্ণবিজয়’ রচনার কৃতিত্বের জন্য এই উপাধি দিয়েছিলেন।

কাব্য পরিচয় : 

মালাধর বসু গৌড়ের  সুলতানের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন । সুলতান  রুকনুদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতায় তিনি  ‘শ্রীকৃষ্ণবিজয়’ রচনা করেন ।  তিনি গৌড়ের সুলতানের কাছ থেকে ‘গুণরাজ খাঁ’ উপাধি পান ‘শ্রীকৃষ্ণবিজয় ‘ গ্রন্থ রচনার জন্য ।  গ্রন্থটির  রচনাকাল জ্ঞাপক শ্লোকটি  হল – 

“তেরশো পঁচানই শকে গ্রন্থ আরম্ভন।

চতুর্দশ দুই শকে হৈল সমাপন।।”

অর্থাৎ, ‘শ্রীকৃষ্ণবিজয়’ গ্রন্থটি রচনা  শুরু হয় (১৩৯৫ + ৭৮ শকাব্দে) ১৪৭৩ খ্রিষ্টাব্দে এবং গ্রন্থটি রচনা

সমাপ্ত  হয় (১৪০২ + ৭৮  শকাব্দে) ১৪৮০ খ্রিষ্টাব্দে ।

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

Leave a Reply