বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদানঃ-
রবীন্দ্রপর্বের দ্বিতীয় পর্যায়ে বাংলা সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি প্রমথ চৌধুরী। ‘সবুজপত্র’ নামে একটি চলিত ভাষা ভিত্তিক মাসিকপত্র সম্পাদনা করে বাংলা সাহিত্যে তিনি ‘বীরবলী-ঢং’ এর গদ্যরীতির প্রবর্তন করেন । তিনি রবীন্দ্র সমকালে রবীন্দ্রস্নেহধন্য হয়েও গদ্য ভাষা লেখার ক্ষেত্রে রবীন্দ্রপ্রভাব মুক্ত ছিলেন।
তাঁর প্রবন্ধ গ্রন্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য হল — ‘তেল-নুন-লকড়ি’ (১৯০৬), ‘বীরবলের হালখাতা’ (১৯১৭), ‘নানা কথা’ (১৯১৯), ‘আমাদের শিক্ষা’ (১৯২০), ‘বীরবলের টিপ্পনী’ (১৯২১), ‘রায়তের কথা’ (১৯২৬), ‘নানাচর্চা’ (১৯৩২), ‘বঙ্গসাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়’ (১৯৪৪), ‘আত্মকথা’ (১৯৪৬) ইত্যাদি ।
তাঁর রচনায় চলিত গদ্যের প্রতিষ্ঠার পাশাপাশি দেশি ও বিদেশি শব্দের বৈদগ্ধ্যপূর্ণ মিলন লক্ষ্য করা যায় । ব্যঙ্গ ও পরিহাস রসিকতা পূর্ণ রচনা তিনি যেমন লিখেছেন , তেমনি স্বদেশের নানা সমস্যার কথা ও তাঁর বহু প্রবন্ধে আলোচিত হয়েছে । তাঁর রচনায় ইতিহাস , রাজনীতি , সমাজ , সাহিত্য , সংস্কৃতি মূর্ত হয়ে উঠেছে । ‘বীরবল’ ছদ্মনামেও তিনি অজস্র প্রবন্ধ রচনা করেছেন ।
সাহিত্য সমালোচনা বিষয়ক তাঁর ভাবনাগুলি প্রকাশ পেয়েছে ‘সাহিত্যে খেলা’ , ‘সাহিত্যে চাবুক’, ‘খেয়াল খাতা’, ‘কাব্যে অশ্লীলতা’, ইত্যাদি প্রবন্ধে। ‘জয়দেব’, ‘চিত্রাঙ্গদা’, ‘ভারতচন্দ্র’, ‘বঙ্গসাহিত্যের নবযুগ’ প্রভৃতি প্রবন্ধে তাঁর তীক্ষ্ণ রসগ্রাহিতা ও গঠনমূলক ভাবনার প্রকাশ ঘটেছে। ‘তেল-নুন-লক্ড়ি’, ‘দু-ইয়ারকি’, ‘রায়তের কথা’, ‘ঘরে বাইরে’ প্রভৃতি প্রবন্ধগুলি তাঁর রাষ্ট্র, রাজনীতি ও সামাজিক জীবন-গবেষোণার দৃষ্টিভঙ্গিতে রচিত। তাঁর আত্মজীবনীভিত্তিক প্রবন্ধগ্রন্থ ‘আত্মকথা’ । এই গ্রন্থে শৈশবকাল থেকে ইংল্যাণ্ড যাত্রার পূর্ব পর্যন্ত বহু ঘটনা আত্ম-বিবৃতির আকারে বর্ণিত ।
বাংলাগদ্যে যে আধুনিক চলিত রীতির প্রবর্তন শুরু হয় প্রমথ চৌধুরীই তার যথার্থ তরণীবাহক । ‘সবুজপত্রের’ সম্পাদনা করে বাংলা সাহিত্যের জগতে তিনি রবীন্দ্রনাথকেও উৎসাহিত করেছিলেন ।
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান