You are currently viewing গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান

গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান

গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানঃ-
উনিশ শতকে বিদ্যাসাগরের আবির্ভাব প্রকৃতপক্ষে যুগান্তকারী ঘটনা । তিনি বাংলা গদ্যের জনক । তিনি প্রকৃত অর্থে রামমোহনের উত্তরসূরি । তাঁর মাধ্যমে বাংলা গদ্যের প্রথম সূত্রপাত না ঘটলেও সর্বপ্রথম শিল্পসম্মত গদ্যরীতির প্রকাশ তাঁর সৃষ্টিতেই দেখতে পাওয়া গেল ।
বাংলা ভাষায় গদ্য সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করার জন্য তিনি বেশকিছু সাহিত্য অনুবাদ করেছিলেন । তাঁর রচিত অনুবাদ মূলক গ্রন্থ গুলির মধ্যে হল ‘বেতাল পঞ্চবিংশতি’(১৮৪৭) , ‘বাংলার ইতিহাস’(১৮৪৮) , ‘শকুন্তলা’(১৮৫৪) , ‘সীতার বনবাস’(১৮৬০) , ‘ভ্রান্তিবিলাস’(১৮৬৯) , ‘মহাভারতের উপক্রমণিকা’(১৮৬০) প্রভৃতি ।
বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বিদ্যাসাগর কয়েকটি শিক্ষামূলক গ্রন্থ রচনা করেছিলেন । সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘বর্ণপরিচয়’ , ‘কথামালা’(১৮৫৬) , ‘চরিতাবলী’ , ‘আখ্যান মঞ্জরী’ ।
সমাজ সংস্কারের উদ্দেশ্য বিদ্যাসাগর বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন । সেগুলি হল ‘বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’ , ‘বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক বিচার’ ইত্যাদি ।
তাঁর ছদ্মনামে রচিত গ্রন্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘অতি অল্প হইল’ , ‘আবার অতি অল্প হইল’ ইত্যাদি । তাঁর আত্মজীবনীটি হল ‘বিদ্যাসাগর চরিত’(১৮৯১) । এটি তাঁর অসম্পূর্ণ রচনা । এছাড়া তিনি ‘প্রভাবতী সম্ভাষণ’ নামে একটি ব্যক্তিগত শোক আখ্যান রচনা করেন । ভাষা ও সাহিত্য বিষয়ক তাঁর একটি মৌলিক রচনা হল ‘সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব’ । তাঁর ‘ব্রজবিলাস’ ও ‘রত্ন পরীক্ষা’ গ্রন্থ দুটি কথ্য ভাষায় হালকা ছাঁদে রচিত ।
বিদ্যাসাগরের হাতেই সাধু বাংলা গদ্যের সৌন্দর্য বিকশিত হয় । ভাষার ওজস্বীতার সঙ্গে রচনা লালিত্য বিদ্যাসাগরের অবদান । তাঁর রচিত ভিত্তির উপরই পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র প্রতিষ্ঠা লাভ করে ।

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

Leave a Reply