You are currently viewing বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান/ Michael Madhusudan Dutt

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান/ Michael Madhusudan Dutt

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান/ Michael Madhusudan Dutt

বাংলা কাব্যের জগতে যিনি ঊনবিংশ শতকের নবজাগরণ এনেছিলেন তিনি হলেন কবি-মাইকেল মধুদসূদন দত্ত । ঊনবিংশ শতকের এই কবির জন্ম হয় ১৮২৪ সালের ২৫ শে জানুয়ারি যশোর জেলার কেশবপুরের অন্তর্গত সাগরদাড়িঁ গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে । মাইকেল মধুদসূদন দত্তর মৃত্যু হয় ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে , রবিবার বেলা ২ টার সময় ।
মাইকেল মধুদসূদন দত্তর পিতা ছিলেন রাজনারায়ন দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী ।


কাব্যবৈশিষ্ট্য: 
বাংলা কাব্যে মধুসূদন দত্তর অবদানগুলি সংক্ষেপে লেখা হলঃ

১.ঊনবিংশ শতাব্দীর ধ্যানধারণা তাঁর কাব্যে বহুল পরিলক্ষিত হয়ে থাকে ।

২.বাংলা কাব্যে তাঁর একটি অসামান্য অবদান হল অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করা ।

৩.মানবতাবাদ ,মানুষের আত্মশক্তিতে নির্ভরতা , নতুন নতুন কাব্যধারার প্রবর্তন ,তাঁর কাব্যের উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য ।

৪.মধুদসূদন দত্তর কাব্যে বীররসের গীতিরস বা করুনরসের ও সুসমন্বয় ঘটেছে  এছাড়াও তিনি তার কাব্যে নারী চরিত্রের স্বমহিমা ফুটিয়ে তুলেছে ।

৫.মধ্যযুগের কাব্যে দেবদেবীর মাহাত্ম্যসূচক কাহিনির বৈশিষ্ট্য  অতিক্রম করে বাংলা কাব্যধারায় মানবতাবোধ সৃষ্টিপূর্বক আধুনিকতার লক্ষণকে ফোটানোতেই মাইকেল মধুদসূদন দত্তর অতুলনীয় কীর্তি প্রকাশিত হয়েছে ।

৬. বাংলা কাব্যে পাশ্চাত্য প্রভাবে আধুনিকতার আমদানি মধুদসূদন দত্তর অন্যতম অবদান ।

কাব্যসমূহ:  বাংলা কাব্যে মধুসূদন দত্তর কাব্যগুলির পরিচয় সংক্ষেপে লেখা হলঃ

১. তিলোত্তমাসম্ভব  কাব্য (১৮৬০ / কাহিনীকাব্য )

২. ‘মেঘনাদবধ কাব্য (প্রথমখন্ড ১৮৬০ , দ্বিতীয়খন্ড ১৮৬১ , মহাকাব্য )

৩. ব্রজঙ্গনা কাব্য ( ১৮৬১/ রাধা কৃষ্ণ বিষয়ক গীতিকা)

৪. বীরঙ্গনা কাব্য (১৮৬২ /পত্রকাব্য )

৫. চর্তুদশপদী কবিতাবলী (১৮৬৬/সনেট সংকলন ১০৪ টি সনেট রয়েছে।)

৬. ‘হেক্টরবধ কাব্য’ ( ১৮৭১ / গদ্যকাব্য)

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

Leave a Reply