বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান/ Michael Madhusudan Dutt
বাংলা কাব্যের জগতে যিনি ঊনবিংশ শতকের নবজাগরণ এনেছিলেন তিনি হলেন কবি-মাইকেল মধুদসূদন দত্ত । ঊনবিংশ শতকের এই কবির জন্ম হয় ১৮২৪ সালের ২৫ শে জানুয়ারি যশোর জেলার কেশবপুরের অন্তর্গত সাগরদাড়িঁ গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে । মাইকেল মধুদসূদন দত্তর মৃত্যু হয় ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে , রবিবার বেলা ২ টার সময় ।
মাইকেল মধুদসূদন দত্তর পিতা ছিলেন রাজনারায়ন দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী ।
কাব্যবৈশিষ্ট্য: বাংলা কাব্যে মধুসূদন দত্তর অবদানগুলি সংক্ষেপে লেখা হলঃ
১.ঊনবিংশ শতাব্দীর ধ্যানধারণা তাঁর কাব্যে বহুল পরিলক্ষিত হয়ে থাকে ।
২.বাংলা কাব্যে তাঁর একটি অসামান্য অবদান হল অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করা ।
৩.মানবতাবাদ ,মানুষের আত্মশক্তিতে নির্ভরতা , নতুন নতুন কাব্যধারার প্রবর্তন ,তাঁর কাব্যের উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য ।
৪.মধুদসূদন দত্তর কাব্যে বীররসের গীতিরস বা করুনরসের ও সুসমন্বয় ঘটেছে এছাড়াও তিনি তার কাব্যে নারী চরিত্রের স্বমহিমা ফুটিয়ে তুলেছে ।
৫.মধ্যযুগের কাব্যে দেবদেবীর মাহাত্ম্যসূচক কাহিনির বৈশিষ্ট্য অতিক্রম করে বাংলা কাব্যধারায় মানবতাবোধ সৃষ্টিপূর্বক আধুনিকতার লক্ষণকে ফোটানোতেই মাইকেল মধুদসূদন দত্তর অতুলনীয় কীর্তি প্রকাশিত হয়েছে ।
৬. বাংলা কাব্যে পাশ্চাত্য প্রভাবে আধুনিকতার আমদানি মধুদসূদন দত্তর অন্যতম অবদান ।
কাব্যসমূহ: বাংলা কাব্যে মধুসূদন দত্তর কাব্যগুলির পরিচয় সংক্ষেপে লেখা হলঃ
১. ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ (১৮৬০ / কাহিনীকাব্য )
২. ‘মেঘনাদবধ কাব্য’ (প্রথমখন্ড ১৮৬০ , দ্বিতীয়খন্ড ১৮৬১ , মহাকাব্য )
৩. ‘ব্রজঙ্গনা কাব্য’ ( ১৮৬১/ রাধা ও কৃষ্ণ বিষয়ক গীতিকা)
৪. ‘বীরঙ্গনা কাব্য ‘ (১৮৬২ /পত্রকাব্য )
৫. ‘চর্তুদশপদী কবিতাবলী’ (১৮৬৬/সনেট সংকলন ১০৪ টি সনেট রয়েছে।)
৬. ‘হেক্টরবধ কাব্য’ ( ১৮৭১ / গদ্যকাব্য)
প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান
প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান