সাহিত্য সঞ্চয়ন(নবম শ্রেণি) Quiz SET-01 (MCQ 30 Marks)

বিষয় : -সাহিত্য সঞ্চয়ন(নবম শ্রেণি) -১ম পর্ব Test yourself

নবম-দশম শ্রেণির জন্য যারা SLST পরীক্ষায় বসবে তাদের জন্য এই প্রশ্নের আয়োজন । নবম শ্রেণির “সাহিত্য সঞ্চয়ন” বইয়ের রচনাগুলিকে দুটি ভাগে পরীক্ষার জন্য সাজানো হয়েছে । একটি ভাগ নবম শ্রেণির পাঠ্য রচনাগুলো , আরেকটি ভাগ নবম শ্রেণিতে পাঠ্য নয় কিন্তু বইয়ে আছে এমন রচনাগুলো । এই অংশে আজ পরীক্ষা দেবে নবম শ্রেণির “সাহিত্য সঞ্চয়ন” বইয়ের নবম শ্রেণিতে পাঠ্য রচনাগুলোর ওপর 30 টি প্রশ্নের MCQ পরীক্ষা।

SET- 1 MCQ-30 TIME : 30 MINUTES

0 votes, 0 avg
222

বিষয়ঃ সাহিত্য সঞ্চয়ন(নবম শ্রেণি)

 নির্ধারিত সময়ঃ   ৩০ মিনিট  

তোমার নির্ধারিত ৩০ মিনিট সময় শেষ হয়ে গেছে ।

ধন্যবাদ । 


সাহিত্য সঞ্চয়ন(নবম শ্রেণি)

1 / 30

"একবার বেরুলে আর ভিতরে যায় না ।" ---  কোন বস্তু সম্পর্কে বলা হয়েছে ?

2 / 30

"গাজনের বাজনা বাজা" -- এখানে 'গাজন' শব্দটি হল :-

3 / 30

"জোয়ারের  ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। " --- স্থূলক্ষরে চিহ্নিত পদটি কী জাতীয় বিশেষণ ?

4 / 30

"হিমালয় দর্শন " পাঠ্যাংশ সম্পর্কে নীচের কোন তথ্যটি ভুল :-

5 / 30

"বাঁকা চোখে"  কী ?

6 / 30

"মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল।" --- কত টাকার সম্পত্তির জন্য মোকদ্দমা চলছিল ?

7 / 30

"সামনে চড়াই"  -- গল্প সংকলনটির রচয়িতা হলেন :-

8 / 30

"আকাশে সাতটি তারা" -- কবিতায় কবি কোন কোন মাছের নাম উল্লেখ করেছেন ?

9 / 30

"কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি" কাব্যাংশে দেবীর কী কী নাম পাওয়া যায় ?

10 / 30

"ইলিয়াস" গল্পে ইলিয়াসের বড় ছেলে কীভাবে মারা গিয়েছিল ?

11 / 30

"এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, " কারণ  ---

12 / 30

"সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়।" --- কার সম্পর্কে বলা হয়েছে ?

13 / 30

" কেশবতী কন্যা যেন এসেছে আকাশে।" --- কন্যাটি কে ?

14 / 30

"হিন্দি গদ্যের উপরও বাইরের যে প্রভাব পড়েছে " ---- কার প্রভাব পড়েছে ?

15 / 30

"মন্বন্তরে মরিনি আমরা " -- ক্রিয়ার কালের কোন প্রকারের উদাহরণ এটি ?

16 / 30

স্বামীজী কাকে "ধীরামতা" বলে সম্বোধন করতেন ?

17 / 30

অঞ্জলি দেবার জন্য শকুন্তলা কোথায় স্নান করতে গিয়ে আংটিটি হারিয়েছিল ?

18 / 30

রাজা দুষ্মন্তর রাজধানী কোথায় ছিল ?

19 / 30

'চন্দ্রনাথ' কাহিনির কথকের নামঃ

20 / 30

''শ্মশানের বুকে আমরা রোপন করেছি......... ।'' --- কী রোপন করার কথা বলা হয়েছে ?

21 / 30

শকুন্তলার অভিশাপ লাঘব করার জন্য ঋষি দুর্বাসাকে অনুরোধ করেন :- 

22 / 30

"যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস কর , তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি । "  ----এখানে "যদি- তবে" কী জাতীয় পদ ?

23 / 30

' চন্দ্রনাথ ' গদ্যাংশে উল্লিখিত চন্দ্রনাথের সম্পত্তি কী ছিল ?

24 / 30

"শোভনের হাতে গুঁজে দিলেন ।" --- কী গুঁজে দেওয়া হয়েছিল ?

25 / 30

"চন্দ্রনাথ" গদ্যাংশটির মূল উৎস কোন গ্রন্থ ?

26 / 30

“ফুরয় না তার কিছুই ফুরয় না ,” —কী ফুরােয় না ?

27 / 30

'আকাশে সাতটি তারা’ --  কবিতাটি কোন্ মূল কাব্যগ্রন্থ থেকে সংকলিত এবং কত সংখ্যক কবিতা ?

28 / 30

" দেরে দেখি / ভীম কারার ওই ভিত্তি নাড়ি । " ---- এখানে 'ভীম' কথার অর্থ হল :-

29 / 30

"শাদা মেঘ কালো পাহাড়"  কাব্যিটির রচয়িতা হলেন :-

30 / 30

"নতুন নতুন কত গড়ে ইতিহাস" --- কোন বিষয় ইতিহাস গড়ে ?

Your score is

The average score is 62%

0%

নবম শ্রেণির “সাহিত্য সঞ্চয়ন” বইয়ের নবম শ্রেণিতে পাঠ্য নয় কিন্তু বইয়ে আছে এমন রচনাগুলোর ওপর 30 টি প্রশ্নের MCQ পরীক্ষার প্রশ্নের লিঙ্ক হলঃ- https://rb.gy/sljnzd

আরো দেখে রাখতে পারো👇👇👇

সেতু পাঠ নবম শ্রেণির ‘কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি’

সেতু পাঠ নবম শ্রেণির ‘ধীবর বৃত্তান্ত’

সেতু পাঠ নবম শ্রেণির ‘ইলিয়াস’ গল্প

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

Leave a Reply