MCQ TEST বিষয়ঃ ধাতু ও ক্রিয়াপদ

MCQ TEST বিষয়ঃ ধাতু ও ক্রিয়াপদ

মোট প্রশ্নঃ ৩০ সময়ঃ ৩০ মিনিট প্রতিটি প্রশ্নের মানঃ ১(x৩০=৩০)

257

শুরু করে দাও 👇👇👇

দুঃখিত তোমার সময় শেষ হয়ে গেছে। রেজাল্ট দেখে নাও। 👇


Created on

ধাতু ও ক্রিয়াপদ

1 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

1.  শিশুরা খেলছিল মায়ের কোলে। - বাক্যটির ক্রিয়ার কাল হবেঃ    

 

2 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

2. দিদিমণি আমাদের কবিতা শোনালেন। -- এই বাক্যের ক্রিয়াপদটি কী জাতীয় ক্রিয়ার উদাহরণ ?

3 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

3. দুটি অসম্পূর্ণ ধাতু বা পঙ্গু ধাতুর উদাহরণ হলঃ

4 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

4. যে কাজ ভবিষ্যতে হতে থাকবে । যেমন- অমল ঘুমােতে থাকবে । - এই ক্রিয়ার কালকে কী বলে ?

5 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

5. উত্তরিলা কাতরে রাবণি। -- এই বাক্যের ক্রিয়াপদটি গঠনগত দিক থেকে যে প্রকারেরঃ -

6 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

6. সাধিত ধাতু(গুলি) হলঃ

7 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

7. একটি অকর্মক ক্রিয়ার উদারণ যে বাক্যে রয়েছে সেটি হলঃ

8 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

8. খেলিতাম, দেখিতাম, ছুটিতাম মাঠের ভিতরে। - এখানে ক্রিয়ার কালের কোন প্রকার রয়েছে ?

9 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

9. অতীতে কোন কাজ নিয়মিত বা কিছুকাল ধরে ঘটত । -- এরকম বােঝালে , যেমন- আমরা বাগানে বসতাম। তাহলে ক্রিয়ার কালের কোন প্রকার হয় ? 

10 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

10. ক্রিয়ার বিভক্তিগুলি কোন ক্রম অনুসারে থাকে ?

11 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

11. আমি তো চললাম। -- এখানে 'চল্‌' ধাতুর সঙ্গে যুক্ত বিভক্তি 'ল্‌' + আম । এই 'আম' হলঃ

12 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

12. একটি ঘটমান অতীত কালের প্রকারের উদাহরণ হলঃ

13 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

13. যদি বারণ করো তাহলে গাইবো না । -- এখানে ক্রিয়ার কোন ভাবের (Mood) প্রকাশ ঘটেছে ?

14 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

14.  ‘আমার কথাটা মন দিয় শােন ।’ – কোন কালের অনুজ্ঞা ?  

15 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

15. সত্য না হয় করিনু গোপন। -- কোন কালের প্রকার এর উদাহরণ ?

16 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

16. মাস্টারমশাই আমাদের গল্প বললেন। -- এই বাক্যের ক্রিয়াপদটি কী জাতীয় ক্রিয়ার উদাহরণঃ 

17 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

17.
তুমি আরেকটি দিন থাকো।
হে চঞ্চল, যাবার আগে মোর মিনতি রাখো। -- এই বাক্যে ক্রিয়ার কালের কোন প্রকার ফুটে উঠেছে ?

18 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

18. রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন। --এই বাক্যের ক্রিয়ার প্রকার হলঃ

19 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

19. প্রকার বিভক্তিযুক্ত ক্রিয়ার কাল সর্বদাই হবে--

20 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

20. ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে। -- এই বাক্যে 'গুনগুনিয়ে' কোন ক্রিয়ার উদাহরণঃ

21 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

21. নীচের কোনগুলি প্রযোজক ধাতুর উদাহরণ নয়ঃ

√দেখ্, √খা, √বল্, √চলা, √খাওয়া, √শুনা

22 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

22. যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। -- ক্রিয়ার কালের প্রকার হলঃ

23 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

23. যে ক্রিয়ার কালরূপ ভবিষ্যতের, কিন্তু কাজটি অতীতের এবং এতে সন্দেহের ভাব বর্তমান । যেমন—সে অঙ্ক কষে থাকবে। এই ক্রিয়ার কালের প্রকারকে কী বলে ?

24 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

24. গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে ! -- এই বাক্যে 'গেয়ে' , 'বেয়ে' যে ক্রিয়ার উদাহরণ তা হলঃ

25 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

25. যে বিশেষ ভঙ্গির দ্বারা সমাপিকা ক্রিয়ার কাজটি  কীভাবে ঘটছে তা বােঝা যায়। এই বিশেষ ভঙ্গিকে বলেঃ 

26 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

26. বিষ + আ = বিষা , এই ধাতুটিকে বলে— 

27 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

27. সংযােগমূলক ধাতুর অপর নামটি কী ?

28 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

28.  ‘সেলাম কর’, ‘ছাপ মার’ কী ধাতু ? 

 

 

29 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

29. দেশের জন্য প্রাণ বিসর্জন দে। --এখানে  'বিসর্জন দে’ কী জাতীয় ক্রিয়ার উদাহরণ ? 

30 / 30

Category: ধাতু ও ক্রিয়াপদ

30. বাংলার মুখ আমি দেখিয়াছি। — বাক্যটির ক্রিয়াপদের প্রকার হলঃ     

Your score is

The average score is 53%

0%

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

Leave a Reply