প্রশ্ন: প্রত্যয় কাকে বলে ? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের ক’টি ভাগ ও কী কী ? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও।
উত্তর:
প্রত্যয়: যেসব অর্থহীন ধ্বনি বা ধ্বনিসমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদগঠন করে কিংবা পদের পরিবর্তন ঘটায়, তাদের প্রত্যয় বলে।
যেমন: কৃ+তব্য= কর্তব্য। এখানে ‘তব্য’ প্রত্যয়ের উদাহরণ। প্রত্যয়ের শ্রেণিবিভাগ : ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় দুই প্রকার-
ক) কৃৎ প্রত্যয়
খ) তদ্ধিত প্রত্যয়।
কৃৎ প্রত্যয়: যে প্রত্যয় ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ বা পদ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে।
উদাহরণ :
১.কৃ (ধাতু)+তব্য(প্রত্যয়)= কর্তব্য
২.নাচ্(ধাতু)+অন(প্রত্যয়) = নাচন
এরকম আরো কৃৎ প্রত্যয়ের উদাহরণ হল – তব্য, অনীয় , তি, অন্ত , উয়া, ও ইত্যাদি।
তদ্ধিত প্রত্যয়: যে প্রত্যয় শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরী করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে।
উদাহরণ :
১.ঢাকা (শব্দ)+আই(প্রত্যয়) = ঢাকাই
২.চালাক(শব্দ)+ই(প্রত্যয়)= চালাকি
এরকম আরো তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হল – গিরি, উয়া, আল, অ, ইক , টিয়া(টে) , খানা ইত্যাদি ।
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
প্রত্যয়ের বিস্তারিত আলোচনা ও আরো প্রশ্নোত্তরের জন্য এখানে ক্লিক করো।
প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান
প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান