বৈষ্ণবপদকর্তা বিদ্যাপতির পরিচয় দাও । তাঁকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কী ?
উত্তর : বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ট কবি । স্বয়ং চৈতন্যদেব তাঁর পদাবলীর রসাস্বাদন করে মুগ্ধ হয়েছেন । পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে মিথিলার বিসফী গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন । সংস্কৃত ভাষাসাহিত্য এবং স্মৃতি-সংহিতায় তিনি সবিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন । মিথিলা রাজ শিবসিংহের আনুকূল্যে তিনি রাজকীয় মর্যাদা লাভ করেন । বিদ্যাপতি মিথিলাবাসি হলেও বাঙালিরা তাঁকে প্রাণের কবি হিসেবে বরণ করে নিয়েছে ।
কৃতিত্বঃ মৈথিলি ভাষায় রচিত বিদ্যাপতির পদগুলি বাংলাদেশে এসে ব্রজবুলি আকার ধারণ করেছে। এই শ্রুতিমধুর পদগুলি স্বয়ং চৈতন্যদেব আস্বাদন করতেন। বৈষ্ণব পদ ছাড়াও তিনি বেশ কিছু গ্রন্থও রচনা করেছেন। যেমন- পুরুষপরীক্ষা (নীতিশিক্ষা), লিখনাবলী (পত্র লেখার রীতি), কীর্ত্তিলতা (ইতিহাস), ভূ-পরিক্রমা (ভূগোল), দানবাক্যাবলী (দানসংক্রান্ত), দুর্গাভক্তিতরঙ্গিণী (স্মৃতিমূলক), শৈবসর্বস্বসার, বিভাগসার (স্মৃতিমূলক), গঙ্গাবাক্যাবলী (তীর্থস্থান), কীর্তিপতাকা (অবহট্ঠ ভাষায় রচিত) ইত্যাদি।
∆ বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ : বিদ্যাপতি বাঙালি কবি না হয়েও বাংলা সাহিত্যে তথা বাঙালির হৃদয় দখল করে রয়েছেন । মিথিলা ছিল পূর্ব ভারতের সংস্কৃত চর্চার অন্যতম পীঠস্থান । এখানকার বহুশিক্ষার্থী সেখানে যেত ন্যায়শাস্ত্র অধ্যয়নের জন্যে এবং বিদ্যাপতির পদগুলি নিয়ে আসত হৃদয়ে করে এভাবেই বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তি ঘটেছিল । বিদ্যাপতির পদের রস বাঙালির হৃদয় আকৃষ্ট করেছিল । বিদ্যাপতি রচিত মৈথিলী ভাষার পদ শিক্ষিত সমাজের নজর কেড়েছিল যার ফলে বিদ্যাপতি আজও সমানভাবে সমাদৃত ।
বিদ্যাপতি সম্পর্কে আর বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তরের জন্য এখানে ক্লিক করুন।
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান