প্রশ্ন: উদাহরণ দিয়ে মুণ্ডমাল শব্দ ও ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ বিষয় দুটি বুঝিয়ে দাও।
উত্তর:
মুণ্ডমাল শব্দ: মুন্ডমাল শব্দ বলতে বোঝায় একটি বাক্যের বাক্যাংশের শব্দগুলির প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দ।অর্থাৎ কোন বাক্যাংশের বা শব্দ গুচ্ছের শব্দসমূহের আদি অক্ষর যোগে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলা হয়।
উদাহরণ :
ল.সা.গু(লঘিষ্ঠ সাধারণ গুণিতক)
গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক)
পি.পু.ফি.শু (পিঠ পুড়ছে, ফিরে শুই)
ক.বি(কলিকাতা বিশ্ববিদ্যালয়)।
ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ:
যে শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত ও ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটেনা তাকেই বলা হয় ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ।
উদাহরণ :
ছোটকাকা>ছোটকা,
বড়দাদা >বড়দা,
টেলিফোন>ফোন,
মাইক্রোফোন >মাইক,
এরোপ্লেন >প্লেন ইত্যাদি।
প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET
আরো দেখে রাখতে পারো👇👇👇
বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান
বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান
বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান
বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান
বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান
বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান
গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।
বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান
বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা
আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান
গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান
প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান
প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান