You are currently viewing বাদল সরকার || Badal Sircar

বাদল সরকার || Badal Sircar

বাদল সরকার (১৯২৫ – ২০১১) | Badal Sircar

বাংলা নাটকে বাদল সরকারের অবদান আলােচনা করাে ।

উত্তর :বাদল সরকার (১৯২৫ – ২০১১) একজন আন্তর্জাতিক ও সর্বভারতীয়  খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্যকার । নাট্যমহলে তিনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ।  কর্ম জীবনে  তিনি ছিলেন নগর-পরিকল্পনা ও নির্মাণ-বিষয়ক বিষয়ে পারদর্শী । ইউরােপ ও আমেরিকায় যে আপাত অর্থহীন জাদুবাস্তবতা আধুনিক নাটকের প্রাণস্বরুপ হয়ে উঠেছিল, বাংলা নাটকে তার সার্থক প্রয়ােগ ঘটান বাদল সরকার । স্যামুয়েল বেকেট, হ্যারল্ড পিন্টার প্রমুখ ব্যক্তিবর্গের প্রচেষ্টায়  ইউরােপ ও আমেরিকায় অ্যাবসার্ড নাটক

জাদুবাস্তবতা প্রবর্তিত  হয়েছিল । তাঁর নাটক  রচনার সূত্রপাত এমন এক নাট্যধারায় হয়, যা  পেশাদারি বাজার নির্ভর কিংবা দলীয় প্রতিষ্ঠানমুখী থিয়েটার চর্চার বাইরে । ১৯৭৬ সালে বাদল সরকার ‘শতাব্দী’ নাট্যদল গঠন করেন, যা আজও পথ-নাটক অথবা অঙ্গন মঞ্চের চর্চা করে চলেছে নিয়মিত । বাদল সরকারের উল্লেখযোগ্য নাটকগুলি হল—‘এবং ইন্দ্রজিৎ'(১৯৬৩),   ‘পাগলা ঘােড়া’ (১৯৬৭)’ । ‘ত্রিংশ শতাব্দী’, ‘মিছিল’, ‘ভােমা’, ‘সুখপাঠ্য ভারতবর্ষের ইতিহাস’ ইত্যাদি ।   নাটকের লক্ষণ অনুযায়ী নাটকের আদি-মধ্য-অন্ত্যের সামঞ্জস্যতা সযত্নে পরিহার করেন ।

বাদল সরকার ১৯৬৮ সালে ‘সঙ্গীত নাটক আকাডেমি’ পুরস্কার ও ১৯৭২ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হন । ১৯৯৭ খ্রি:  সঙ্গীত নাটক অ্যাকাডেমি ফেলোশিপ থেকে ভারত সরকার তাকে সংস্থার সর্ব্বোচ্চ পুরস্কার “রত্ন সদস্য” পুরস্কার  দেয় । বাংলায় থার্ড ড্রামা বা তৃতীয় প্রজন্মের নাটকের ধারার প্রবক্তা বলা হয়। সংলাপের ব্যবহার, রাজনৈতিক বিশ্লেষণ এবং যুগযন্ত্রণাকাতর মানুষের দৈনন্দিন বেদনাই নাটকের মূল বিষয় হয়ে উঠেছে ।

বিষয় সংযুক্তি 👉( বাদল সরকার, Badal sircar, বাংলা নাটকের ইতিহাসে বাদল সরকারের অবদান, শতাব্দী নাট্যদল, বাদল সরকারের নাটক,)

আরো দেখে রাখতে পারো👇👇👇

নাট্যসাহিত্যে উৎপল দত্তের অবদান

বাংলা নাটকে অমৃতলাল বসুর অবদান

বাংলা নাটকে মন্মথ রায়ের অবদান

নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথের অবদান

নাট্যসাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান

নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান

নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্র-র অবদান

নাট্যসাহিত্যে মধুসূদন দত্ত-র অবদান

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

Leave a Reply